প্রথম চুম্বনের ভিডিও | পাঠক ভাবনা | DW | 19.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রথম চুম্বনের ভিডিও

‘প্রথম চুম্বনের ভিডিও...' শীর্ষক প্রতিবেদনটিতে বেশ মজার তথ্য ছিল বলে জানিয়েছেন বন্ধু সোহেল রানা হৃদয়৷ তাঁর পরের বক্তব্য এরকম...আবার ইউটিউবে ভিডিওটি দেখেও নিলাম৷ আসলেই দারুণ ব্যাপার!

রিপোর্টটি পুরোটা পড়ার পরে জানলাম যে যাঁরা ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন, তাঁরা একে-অপরকে চেনেন না৷ এটা বেশ অভিনব লেগেছে৷ অপরিচিত একজনকে চুমু দেয়াটা অবশ্যই একটা দারুণ অনুভূতি৷ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি৷ এতবার ভিডিওটি দেখার পেছনে আরেকটা কারণ আছে বলে আমার মনে হয় আর সেটা হলো, এই ভিডিও ক্লিপটির নামকরণ৷ যা কিনা – ‘first kiss' বা ‘প্রথম চুম্বন'৷ এভাবেই লিখেছেন মো: সোহেল রানা হৃদয়, ভিউয়ার, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে৷

পরের ই-মেলে বন্ধু দিলু লিখেছেন, ‘‘প্রিয় ডয়েচে ভেলে, শুরুতেই আপনাদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷ আমি আপনাদের একজন অনেক পুরাতন শ্রোতা৷ আমি আপনাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করি৷ আপনাদের ওয়েবসাইট আপডেট, বিভিন্ন সংবাদ, নিত্য-নতুন তথ্য আমাকে মুগ্ধ করে৷ কিন্তু আমার অভিযোগ, আমাদের অত্যন্ত প্রিয় মাসিক কুইজ প্রতিযোগিতাটা আপনারা কেন বন্ধ করলেন?''

তারপর তিনি দুঃখ করে লিখেছেন, ‘‘আমি নিয়মিত সেই কুইজ প্রতিয়োগিতায় অংশ নিতাম, যদিও দুঃখের বিষয় কখনো বিজয়ী হতে পারিনি৷ কিন্তু তাই বলে হাল ছেড়ে দেইনি৷ ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' এই প্রতিযোগিতাটাও বন্ধ করে দিলেন৷

কিছু দিন পর আপনাদের ওয়েবসাইটটাও বন্ধ করে দেবেন নাকি? আমার বিশেষ অনুরোধ, আমার ঠিকানায় একটি রেডিও পাঠান৷ আমি কুইজ প্রতিয়োগিতায় বিজয়ী হতে পারিনি, তা না হলে একটা রেডিও নিশ্চয় পেতাম৷ আমার অনেক সখ ডয়চে ভেলে থেকে পাওয়া একটি রেডিও আমার সংগ্রহে রাখবো৷ তাই দয়া করে একটি রেডিও পাঠাবেন৷ আপনারা সবাই ভালো থাকুন – এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিলাম৷ দিলোয়ার হোসেন দিলু, বাসা নং-১০১ ব্লক-সি, টুলটিকর সিলেট-৩১০০৷

- লেখার জন্য ধন্যবাদ দু'জনকেই৷ বন্ধু দেলোয়ার হোসেন দিলুকে বলছি, আমাদের দুটো কুইজ বন্ধ হয়ে গেছে তা ঠিক৷ তবে এর কারণও রয়েছে কিন্তু৷ দুটো ধাঁধা প্রতিযোগিতাতেই বন্ধুদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না৷ যাঁদের জন্য প্রতিযোগিতা তাঁদের কাছ থেকে সাড়া না পেলে কোনো প্রতিযোগিতাই চালিয়ে যাওয়া সম্ভব নয়৷ আমাদের বিশ্বাস যে আপনি জানেন, ডয়চে ভেলের বাংলা বিভাগ প্রতি সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আয়োজন করে টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' বিষয়ক ফেসবুক কুইজ প্রতিযোগিতা৷ আগামী শুক্রবার ফেসবুকে ঢুকলেই বিস্তারিত জানতে পারবেন৷ আশা করি, এবার আপনার ভাগ্য প্রশন্ন হবে!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন