পতিতাবৃত্তি সম্পর্কে পাঠকদের নিজস্ব ভাবনা | পাঠক ভাবনা | DW | 19.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পতিতাবৃত্তি সম্পর্কে পাঠকদের নিজস্ব ভাবনা

‘‘পতিতাবৃত্তি নিষিদ্ধ করা উচিত নয়'' –এমন মতামতই অনেক পাঠক জানিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ বন্ধ না করার পেছনে স্পষ্ট  যুক্তিও দেখিয়েছেন তাঁরা৷ তবে ভিন্নমতও রয়েছে৷

মাহফুজ হকের মতে, প‌তিতাবৃ‌ত্তি নি‌ষিদ্ধ হওয়া ঠিক নয়৷ এর কারণ হিসেবে তিনি লিখেছেন, ‘‘প‌তিতাবৃ‌ত্তি নি‌ষিদ্ধ হ‌লে সমা‌জের একটা কাঠা‌মোগত প‌রিবর্তন চ‌লে আস‌বে৷ তখন বেহায়াপনা আরো বে‌ড়ে যা‌বে, প‌রিবারতা‌ন্ত্রিক হ‌য়ে যা‌বে যৌনাচার, লোকচক্ষুর অন্তরা‌লে যা মাদ‌কের মতোই ভয়াবহ৷ প‌তিতাবৃ‌ত্তি আগে ছি‌ল, এখনো আছে, এটা একটা নি‌র্দিষ্ট গ‌ণ্ডির ম‌ধ্যে থাক‌বে, কারণ, ধর্মীয় চো‌খে এটা একটা ট্যাবু বিষয়৷''

এ সম্পর্কে পাঠক মাহমুদের মন্তব্য, ‘‘বাংলাদেশে কর্মসংস্থানের অভাব সবচেয়ে বেশি, আমরা চরম গরিব একটি জাতি৷ আপনি গণিকালয়ের ব্যবস্যার কথা বলছেন, অথচ বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে গ্রামের পর গ্রামযৌনপেশার সাথে জড়িত৷উদহারন, উত্তরবঙ্গ, কক্সবাজার, খুলনার সুন্দরবন সংলগ্ন উপজেলা সমূহ৷ বিশেষ করে কয়রা নামক উপজেলায় আমি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেছি, আমি প্রতক্ষ্য সাক্ষী৷''

তিনি আরো লিখেছেন, ‘‘বাংলাদেশের মৌলবাদীরা গণিকালয় সমূহ উচ্ছেদের পক্ষে, কিন্তু সমাজিক ভারসাম্য রক্ষায় গণিকালয়ের দরকার আছে বলে সমাজবিজ্ঞানীরা মনে করেন৷

আমার জানা মতে, সরকারের গাছ পাহাড়া দেয়া প্রকল্প ও নগর পরিস্কারে সামান্য কয়েকজনকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে৷''

পাঠক মাহমুদ এই মানবিক বিষয়টিতে আলোকপাত করার জন্য  ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন৷ তিনি মনে করেন, ‘‘বিদেশি দাতা সংস্থা যদি দয়া করে সাহায্য করে,স্বাবলম্বী হতে কোনো বিষয়ে প্রশিক্ষণ দেয়, তবে উনাদের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে৷''

আর ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক বন্ধু জোবায়ের হোসেন লিখেছেন, ‘‘পতিতাবৃওি যাঁরা করেন,তাঁদের মধ্যে বেশির ভাগই এটিকে পছন্দ করেন না৷ এটি কোনো পুঁজির ব্যবসা নয়, এটি একজন নারীর দেহকে বিলিয়ে দিয়ে সমাজকে বলে দিচ্ছে, এ সমাজ তাঁর ভোগের পণ্য৷ ''

আতিক ইসলামের প্রস্তাব, ‘‘যাঁরা স্বাভাবিক জীবনে আসতে চায়, তাঁদেরকে পুনর্বাসনের জন্য সরকারের ব্যবস্থা নেয়া উচিত৷'' তিনি মনে করেন, ‘‘এই অসম্মানজনক, ঝুঁকিপূর্ণ জীবন থেকে মাত্র কয়েক হাজার মানুষের পুনর্বাসন অসম্ভব নয়৷''

আর পাঠক মোঃ নুরুজ্জামান ইসলাম ডয়চে ভেলের ফেসবুক পাতায় ছোট্ট করে তাঁর মত দিয়েছেন এভাবে, ‘‘দেহ ব্যবসা শত ভাগ নিষিদ্ধ করা উচিত৷''

সংকলন:নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন