নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন | পাঠক ভাবনা | DW | 19.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন

জার্মানির নব নির্বাচিত রাষ্ট্রপতি ইওয়াখিম গাউক-কে জানাই আন্তরিক উষ্ণ অভিনন্দন৷ লিখেছেন শ্রোতাবন্ধু ডা.সিদ্ধার্থ সরকার ও শ্রীমতি চৈতালী সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ থেকে৷

নতুন জার্মান প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন নিমাইদিঘী, বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক৷

‘ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি৷ প্রথমেই বিশেষ ধাঁধা বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই৷ আমাদের ক্লাবের কেউ পুরস্কার না পেলেও আমরা হতাশ নই৷ ভবিষ্যতে আমরা নিশ্চয় পুরস্কার পাব৷ আর একটি কথা, আপনারা যে উপহারের প্যাকেট পাঠিয়েছিলেন সেটাও পাইনি৷'

‘কিন্তু আমরা জানি যে, আমাদের ক্লাবের নাম ডয়চে ভেলে শোনার ক্ষেত্রে একেবারে প্রথমেই থাকবে৷ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমরা ক্লাব বন্ধুরা একা শুনি না৷ যখনই সময় পাই, তখনই নতুন বন্ধুদের সাথে নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনি৷ যার ফলে, বর্তমানে আমাদের এলাকায় ডয়চে ভেলের বাংলা বিভাগের শ্রোতা-সভ্য ক্রমান্বয়ে বেড়েই চলছে৷ আমার খুব ভালো লাগে ডয়চে ভেলের বিভিন্ন অনুষ্ঠান৷ ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠানগুলো এতো ভালোভাবে প্রচার করেন যে, মানুষের মন আকর্ষণ করেন আপনারা৷ আমাদের জন্য সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান করার জন্য আপনাদের তাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই৷'

‘আমরা অত্যন্ত আনন্দিত৷ কারণ, প্রতি অনুষ্ঠানে পাঠানো চিঠি পড়া হচ্ছে এবং ইনবক্সে ছোট ছোট প্রশ্নের উত্তরও দেয়া হচ্ছে৷ আপনারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক তা চিঠি পড়লেই বুঝতে পারি৷ আমাদের বিশ্বাস আপনাদের সাথে দীর্ঘদিন যেমন আছি, তেমনি সম্পর্ক রাখতে পারবো৷'

‘ডয়চে ভেলে একটি বৃহৎ পরিবার বা বৃহৎ গণমাধ্যম৷ আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব মূলত ৪টি৷ প্রথমত: নিরপেক্ষ ও বস্তুনিষ্ট তথ্য সরবারাহ উপস্থাপন করা৷ দ্বিতীয়ত: লোকজনকে জ্ঞানদান করা৷ তৃতীয়ত: প্রভাবিত করা৷ চতুর্থত: বিনোদ দান করা৷ বিবেক বুদ্ধির অধিকারী সামাজিক জীব হিসেবে মানবসত্ত্বার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় - যা ডয়চে ভেলে শ্রোতাদের জন্য প্রচার করে আসছে৷ এই ধারা আজীবন রক্ষার জন্য আবেদন রাখছি৷ ভালো থাকবেন৷ মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷'

সাগর-রুনি হত্যাকারীদের ধরতে সরকার সম্পূর্ণ ব্যর্থ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত, মুকুল সরদার, দাকোপ, খুলনা থেকে লিখেছেন৷

‘পছন্দসই পাত্র পাচ্ছে না দক্ষিণ কোরিয়ার উচ্চশিক্ষিত মেয়েরা - বিষয়টি সত্যিই আমার কাছে অত্যন্ত ভালো লাগলো৷ দক্ষিণ কোরিয়ার মেয়েরা যে এতোটা সুশিক্ষিত হয়েছে বা মেয়েরা যে দিন দিন এতোটা এগিয়ে যাচ্ছে - সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে৷' মো. মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যান সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ৷

‘নারী দেশে দেশে' শিরোনামে যৌতুকের কারণে জানুয়ারিতেই নিহত ১৫ জন৷ ‘এই লেখাটি পড়ে আমি খুবই মর্মাহত৷ আসুন আমরা সচেতন যুবসমাজ মহাঘাতক যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি৷ আর্দ গাদের ১০০ বছর উপলক্ষ্যে ছবিঘরটি ভালো লেগেছে৷'

‘সকালের অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে নারীর উপর প্রভাব নিয়ে প্রতিবেদন, নজরুল সংগীত, গণমাধ্যমের উপর হস্তক্ষেপ নিয়ে প্রতিবেদন, দক্ষিণ কোরিয়ায় শিক্ষিত মেয়েদের বিয়ের সমস্যা নিয়ে প্রতিবেদন, বাংলাদেশে ব্যাংকের অনুমোদন নিয়ে প্রতিবেদনটি আমার কাছে খুব ভালো লেগেছে৷' মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

‘আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে৷ আপনাদের সকলকে ধন্যবাদ৷ আশাকরি আগামীতেও আমরা ভালো ভালো অনুষ্ঠান পাবো৷ সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে আপনাদের ভূমিকা আশা করছি৷ মিনহাজ আহমেদ, ঢাকা৷'

নিউজলেটারের গ্রাহক করার জন্য ধন্যবাদ দিয়েছেন শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার, গোপালগঞ্জ থেকে৷

- মতামত জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷

সংকলক: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন