টপ গেম কুইজের বিজয়ী... | পাঠক ভাবনা | DW | 02.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টপ গেম কুইজের বিজয়ী...

মঙ্গলবার ১লা জুলাই টপ গেম কুইজের প্রশ্ন ছিল: ‘আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড৷ বলতে হবে কে জিতবে এই খেলায়?’ আমরা এরই মধ্যে জেনে গেছি এই ম্যাচে জিতেছে আর্জেন্টিনা৷

প্রতিবারের মতো এবারও লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ বিজয়ী হয়েছেন সুব্রত শাও শন্তু৷ তিনি কলকাতার বাসিন্দা৷

- বন্ধু সুব্রত, আপনাকে অভিনন্দন! আর যাঁরা এই কুইজে অংশগ্রহণ করেছেন তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ৷

এবার পাঠক বন্ধুদের মতামত

ডয়চে ভেলের ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি নিয়ে একটি প্রতিবেদন পাঠকদের মধ্যে বেশ আলোচিত হয়েছে৷

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে দৈবচয়নের ভিত্তিতে ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুসন্ধান করেছে৷ এতে উঠে এসেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির নানা চিত্র৷'

ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ নিয়ে অনেক পাঠক মন্তব্য করেছেন৷

তন্বী নীলা লিখেছেন, ‘টাকা থাকলে অনেক কিছুই পাওয়া যায় দেশে৷ চাকরিও পাওয়া যায় মামা চাচা থাকলে৷'

রাজীব কুমার মণ্ডল লিখেছেন, ‘যাক অনেক দিন পরে হলেও টিআইবি এ কাজটি করলো ৷ ধন্যবাদ৷'

ঘোষ দেবব্রত লিখেছেন, ‘অনেক দিন ধরেই আমরা এটা শুনছি, এবার সেটা প্রমাণিত হলো৷ যারা শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে তারা দেশের শত্রু, এদের কঠোর শাস্তি দিতে হবে৷'

নিজামউদ্দৌলা নাসিম লিখেছেন, ‘যে দেশে টাকা দিয়ে যে কোনো জায়গায় ভর্তি হওয়া যায়, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়, এমনকি চাকরিও পাওয়া যায় সে দেশে সার্টিফিকেট তো মামুলি ব্যাপার৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন