অমর একুশে ফেব্রুয়ারি - আন্তজার্তিক মাতৃভাষা দিবস | পাঠক ভাবনা | DW | 22.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অমর একুশে ফেব্রুয়ারি - আন্তজার্তিক মাতৃভাষা দিবস

আমাদের মতো এ দিনটি উদযাপন করেছিলেন আমাদের অগণিত শ্রোতাবন্ধু৷ তারই কিছু নমুনা এখানে তুলে ধরা হলো৷

দিনটি উপলক্ষ্যে আমরা ক্লাবের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে ভোর ৬টায় প্রভাত ফেরি, সাড়ে ৬ টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং ৭ টায় শহীদদের আত্মার মাগফেরাত কামনার্থে মিলাদ মাহফিল, বিকেলে আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম৷ ঐ অনুষ্ঠানে আমরা ডয়চে ভেলের সাথে এলাকাবাসীকে পরিচয় করিয়ে দিয়েছি৷ যাতে এলাকার প্রত্যেকটি মানুষ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে গোটা বিশ্ব সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করতে পারেন৷ এটাই আমাদের প্রয়াস৷ ধন্যবাদান্তে, মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

সুপ্রিয় বন্ধুরা, অমর একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রিয় বেতার ডয়চে ভেলের বাংলা বিভাগ থেকে মহান শহীদ দিবসের ওপর রিপোর্ট, ‘‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'' গানটি এবং বিশেষ অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নান, জার্মান প্রটেস্ট্যান্ট চার্চের উন্নয়ন সংস্থার কর্মী এডা কির্লাইস ও সঞ্জীব বর্মনের প্রাণবন্ত সাক্ষাতকারমূলক বিশেষ পরিবেশনাটি শুনে আমরা ক্লাবের সবাই ভিষণ মুগ্ধ হয়েছি৷ বাঙ্গালী জাতির একটি বিশেষ স্মরণীয় দিনে সময়োপযোগী বিশেষ পরিবেষনাটি উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে সাধুবাদ জানাচ্ছি৷

মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব, কুষ্টিয়া৷

২১ ফেব্রুয়ারি এবং এর সঙ্গে ইন্টারনেট বার্তা পরে ও শুনে আপনাদের প্রচারিত অনুষ্ঠান অন্যান্য ওয়েব সাইট থেকে যথেষ্ট প্রশংসার দাবি রাখে৷ আপনাদের এই প্রচেষ্টা চিরকাল বজায় থাকুক এই কামনা করি৷ সুহৃদ ব্যানার্জি৷

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশেষ প্রতিবেদনটি ছিলো অনেক তথ্যবহুল৷

বিদেশে বাংলাভাষা চর্চার উপর রাষ্ট্রদূত মসুদ মান্নানের সাক্ষাতকারটি বেশ ভালো লেগেছে৷ মিডিয়াম ওয়েভে আজ অনুষ্ঠানটি বেশ পরিস্কার শুনলাম৷ কানন রাণী ও বিনা পনি বাগচি৷ ভয়েস অফ জার্মানি লিসেনারস ক্লাব, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

জুয়েল রানা, সভাপতি, সানমুন রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া ৭০৩০, বাংলাদেশ৷ আমি একজন নতুন শ্রোতা এবং পত্র লেখক৷ আশা করি নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন৷ আমার ক্লাবের ১০ জন সদস্য৷ আমরা সবাই একসঙ্গে অনুষ্ঠান শুনে থাকি৷

সংকলক: জান্নাতুল ফেরদৌস