২৫তম হ্যাপি ম্যারেজ ডে | পাঠক ভাবনা | DW | 09.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

২৫তম হ্যাপি ম্যারেজ ডে

ডয়চে ভেলের ওয়েবসাইটটি খুবই সমৃদ্ধ৷ তাই ব্যস্ততার মাঝে যখনই সুযোগ মেলে তখনই ঢুঁ মারি ডয়চে ভেলের ওয়েবসাইটে৷ মাহবুব হাসান, শাবিপ্রবি, সিলেট৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে, বিশেষ করে উপস্থাপনা আমার খুব ভালো লাগে৷ মাসিক ধাঁধা বিজয়ীদের নাম কত তারিখে ঘোষণা করা হয় জানালে খুশি হবো৷ওবায়দুল ইসলাম, কারমাইকেল কলেজ, রংপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের ওয়েবসাইটটি খুবই সমৃদ্ধ৷ তাই ব্যস্ততার মাঝে যখনই সুযোগ মেলে তখনই ঢুঁ মারি ডয়চে ভেলের ওয়েবসাইটে৷ মাহবুব হাসান, শাবিপ্রবি,সিলেট, বাংলাদেশ৷

৬ তারিখের রাতের অনুষ্ঠানে হেল্থলাইন এবং গান শুনে ভালো লাগলো৷ যদিও শ্রবণমান তেমন ভালো না৷ নাই মামার চেয়ে তো কানা মামা ভালো৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

সুপ্রিয় বন্ধুরা,আজ আপনাদের রেডিও কিংবা ওয়েবসাইট সম্পর্কে কোন খবর নয়৷ আজ আমাদের একান্ত ব্যক্তিগত খবর আপনাদের অবহিত করছি৷ ৯ডিসেম্বর আমাদের শুভ বিবাহের ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে৷ ছেলেমেয়ে, নাতি নাতনি আর ক্লাব বন্ধুদের নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ২৫তম হ্যাপি ম্যারেজ ডে'র অনুষ্ঠান করছি৷ আনন্দ-উল্লাস, খাওয়াদাওয়ার পাশাপাশি গান বাজনাও থাকছে৷ তবে আমাদের এই শুভদিনে প্রিয় বন্ধু ডয়চে ভেলে থেকে যে কোন একটি রবীন্দ্রসংগীত শুনতে চাই৷ গত মঙ্গলবার সকালে কুষ্টিয়া থেকে এফএম তরঙ্গে ১০৫ মেগাহার্তসে অনুষ্ঠান শোনা যায়নি৷ তবে খুশির কথা যে, আমরা ঢাকা থেকে সম্প্রচারিত ৯৭.৬ মেগাহার্তস-এ অনুষ্ঠান শুনতে পেরেছি৷ ভাবতেও পারিনি যে, আমরা ঢাকা থেকে সম্প্রচারিত এফএম ব্যান্ডের অনুষ্ঠান এতো সুন্দরভাবে শুনতে পাবো! ইচ্ছে থাকলে উপায় হয় - কি বলেন? আপনাদেরই, মোখলেসুর রহমান ও মিসেস জেবা রহমান,কুষ্টিয়া, বাংলাদেশ৷

বিশ্বকাপ ফুটবল ২০১০ নিয়ে ডয়চে ভেলের ওয়েবসাইটের আয়োজন ছিল চোখ ধাঁধানো, কাউন্ট ডাউন, খেলার সূচি, বিভিন্ন দল এবং মাঠ সম্পর্কে বিস্তারিত তথ্য ইত্যাদি৷ আমি জানতে চাই, বিশ্বকাপ ক্রিকেট ২০১১ নিয়ে ডয়চে ভেলের ওয়েবসাইটে এই ধরনের কোন আয়োজন করা হবে কিনা৷ যদিও ডয়চে ভেলে হতে ক্রিকেটের খবর একটু কম প্রচার করা হয়৷ আশা করবো, বিশ্বকাপ ক্রিকেট ২০১১ নিয়ে ডয়চে ভেলে শ্রোতাদের হতাশ করবে না, কারণ বাংলাদেশও এবার বিশ্বকাপের সহ আয়োজক৷ মাহফুজ,ঝাকুনীপাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

পত্রে আমার ছালাম নিবেন৷ আশাকরি বাংলা বিভাগের সকলে ভালো আছেন৷ আমরাও ক্লাবের সকল সদস্য ভালোই আছি৷ আমাদের ক্লাব থেকে অনেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং অনেকে পুরস্কারও পেয়েছে৷ আর পুরস্কার বিজয়ীর নাম আপনাদের ওয়েবসাইটে দেখে ভালো লাগছে৷ সেজন্য ক্লাবের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন৷ সবাই ভাল থাকুন৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া,বাংলাদেশ৷