সারা পৃথিবী এখন হাতের মুঠোয়! | পাঠক ভাবনা | DW | 04.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সারা পৃথিবী এখন হাতের মুঠোয়!

সারা পৃথিবীর গণমাধ্যম বলতে এখন সবাই ইন্টারনেটকে বোঝে৷ চটজলদি বিশ্বের খবর আমরা জানতে পারি৷ বিজ্ঞান নানা জিনিস আবিষ্কার করছে৷

ইন্টারনেট হয়ে উঠছে আধুনিক সময়ের গণমাধ্যম

সারা পৃথিবীর গণমাধ্যম বলতে এখন সবাই ইন্টারনেটকে বোঝে৷ চটজলদি বিশ্বের খবর আমরা জানতে পারি৷ বিজ্ঞান নানা জিনিস আবিষ্কার করছে৷ আমরা মনে করি রেডিওর কোন বিকল্প নেই৷ কারণ মানুষ নিজ কন্ঠে একটি খবর গোটা পৃথিবীর মানুষকে জানায় সেই কারণে রেডিও আমাদের ধ্যান, জ্ঞান ও জীবনসঙ্গী৷ আজ রেডিওর মাধ্যম ছিলো বলে আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইন্টারনেটের মাধ্যম জানলাম৷ আবারো বলি রেডিওর বিকল্প নেই৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলের সবাইকে শুভেচ্ছা৷ পৃথিবীর নানা প্রান্তে কি ঘটছে তা ডয়চে ভেলের মাধ্যমে জানা খুবই আনন্দদায়ক৷ আর এসব নিয়ে শ্রোতা দর্শকরা কি ভাবছেন সেটাও জানা যাচ্ছে ইনবক্স-এর মাধ্যমে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ওসমা বিন লাদেনের শেষকৃত্য কিভাবে সম্পন্ন হলো তা যদি ওয়েবসাইটে তুলে ধরেন কৃতজ্ঞ থাকবো৷ সুহৃত বন্দোপাধ্যায়, বর্ধমান৷

ইন্টারনেট হয়ে উঠছে আধুনিক সময়ের গণমাধ্যম অসাধারণ প্রতিবেদন৷ খুব আনন্দ পেলাম, নিখুঁত পরিবেশনা৷ সারা পৃথিবী হাতের মুঠোয়!ফেসবুক, টুইটার, ওয়েবসাইট, আইটিউন্স সবকিছু রেডিও ও খবরের কাগজকে পেছনে ঠেলে দিয়েছে৷ একদম সঠিক৷ কিন্তু আমি বলবো রেডিও , খবরের কাগজ যুগ যুগ জিও৷ যদিও আমি ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান শুনতে পাইনা৷ আমি ডয়চে ভেলের ফেসবুক এবং ওয়েবসাইট উপভোগ করি৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক