‘‘সরকার হয়তো খালেদাকে গ্রেপ্তার করতে পারে’’ | পাঠক ভাবনা | DW | 26.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘সরকার হয়তো খালেদাকে গ্রেপ্তার করতে পারে’’

রবিবার বিরোধী দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে৷ তাতে যোগ দিয়েছেন ডয়চে ভেলে বাংলার পাঠকরাও৷

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বুধবার জানিয়েছেন, আগামী রবিবারের কর্মসূচিতে খালেদা জিয়া থাকবেন৷ তিনি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবেন৷ এ প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় জানতে চাওয়া হয়েছিল, ‘‘রাজপথে খালেদা জিয়ার উপস্থিতি কি বিরোধী দলের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে?''

ইমরান হোসেইন লিখেছেন, ‘‘অবশ্যই করবে... কারণ আওয়ামী লীগের অত্যাচার আর মিথ্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে৷'' রাসেল মাহামুদ বলেছেন, ‘‘হ্যাঁ এইবার সরকারের পতন হবেই.. মাস্ট৷''

জহিরুল ইসলামের কথায়, ‘‘তাঁর সাথে সাধারণ জনগণ থাকবে ইনশাল্লাহ৷'' আর ফায়েজ মুহাম্মদ লিখেছেন, ‘‘যদি জামায়াত-শিবির, হেফাজতিদের ছাড়া মার্চ করতে পারেন তাহলে বিএনপিকে ওয়েলকাম!''

তবে রাজপথে খালেদার উপস্থিতি বিরোধী দলের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নন আবু আহাসুন৷ তিনি লিখেছেন, ‘‘এখনো বোঝা যাচ্ছে না৷ কারণ এই বাকশালী সরকার হয়তো খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে পারে৷ আর বিএনপি নেতাকর্মীদেরতো দেখা যাচ্ছে না..তারা কেউ মাঠে নেই..৷''

মাসুদুল হক তুষারও মনে করছেন খালেদা জিয়া রাজপথে নামলে ‘রাজবন্দি' হয়ে যাবেন৷

এদিকে, বিরোধী দলের এই কর্মসূচিকে সমর্থন করছেন না জিনিয়া আলম হেমা৷ তিনি প্রশ্ন করেছেন, ‘‘আর কত যন্ত্রণা দেবেন, মা?''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন