রাজকীয় বিয়ে | পাঠক ভাবনা | DW | 29.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রাজকীয় বিয়ে

‘রাজকুমারের বিয়ে’ নিয়ে অসাধারণ সব প্রতিবেদন৷ ডয়চে ভেলের ধারে কাছে কেউ নেই! ডয়চে ভেলের ওয়েবসাইট ‘১০০তে ১০০’৷ সবাই হেরে গেছে৷ অনেক অনেক ধন্যবাদ৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ৷

ডয়চে ভেলের বাংলা রেডিও অনুষ্ঠান খুব ভালো এবং ওয়েবসাইট খুবই উন্নত৷ তবে ডয়চে ভেলে বেঙ্গলী নাম বাদ দিয়ে ডয়চে ভেলে বাংলা রাখলে খুব খুশি হতাম৷ বিজন চৌধুরী, বাংলাদেশ৷

ফ্রান্সে বোরখা পরা নিয়ে তথ্যপূর্ণ পরিবেশনাটি ভালো লেগেছে৷ তাছাড়া ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশেষ পরিবেশনা বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বারের সাক্ষাৎকার খুব ভালো লাগলো৷ জানলাম অনেক মূল্যবান তথ্য আর এসব জানানোর জন্য আমি ডয়চে ভেলের কাছে কৃতজ্ঞ৷ ডাক্তার এসএস ভট্টাচার্য্য, চৈতক লিসনার্স ক্লাব, মেদিনীপুর, ভারত৷

পশ্চিম বঙ্গের তৃতীয় পর্বের ভোট গ্রহণ শেষ শীর্ষক প্রতিবেদনটি পড়লাম৷ পশ্চিম বঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে ডয়চে ভেলের রেডিও পরিবেশনা ও ওয়েবসাইটের প্রতিবেদনগুলোর জন্য ধন্যবাদ৷ এখন পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছে তাতে নির্বাচন নিয়ে কারো কোন অভিযোগ নেই৷ সম্ভবত এবারই হাড্ডাহাড্ডি লড়াই তবুও নির্বাচন শান্তিপূর্ণ৷ যা সুস্থ গণতন্ত্রের দৃষ্টান্ত হতে চলেছে৷ বিধান সান্যাল, ঢাকা কলোনী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

আজ বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বারের কথা জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ হোসেন আবেদ আলী, রংপুর৷

বোরখা নিষিদ্ধ নিয়ে পশ্চিমের জানালা শুনলাম৷ এটা মুসলিম নারীদের ধর্মীয় অধিকারে পরিষ্কার নির্লজ্জ হস্তক্ষেপ, অনধিকার চর্চা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই৷ দাবি জানাই আমায় ফিরিয়ে দাও আমার বোরখা পরার অধিকার৷ চৈতালী সরকার, ডয়চে ভেলে মহিলা শ্রোতাসংঘ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

মে দিবসের গান নিয়ে ‘সুরের ভুবন' আমাদের হৃদয় ছুঁয়ে গেলো৷ গানগুলো সু-সংকলিত তবে সময় স্বল্পতার কারণে গানগুলোর নির্বাচিত অংশটুকু মাত্র শুনলাম৷ পূর্ণ তৃপ্তি হলোনা ঠিকই তবুও একটা স্বচ্ছ ধারণা পাওয়া গেলো বৈকি! ভাবতে অবাক লাগে মার্কিন মুলুকে সংগঠিত মে দিবসের আন্দোলন কিনা শেষ অবধি তামাম বাম শিবিরের (কমিউনিস্ট দুনিয়ার) বিপ্লবের হাতিয়ার হয়ে উঠলো৷ ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন