মুরগির মাংস, ডিম | পাঠক ভাবনা | DW | 12.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মুরগির মাংস, ডিম

আমি প্রায়ই আপনাদের ওয়েবসাইট দেখি৷ যদিও খরচ অনেক, তবুও দেখার লোভ সামলাতে পারিনা৷ বহু বেতার কেন্দ্রের ওয়েবসাইট দেখি, কিন্তু ডয়চে ভেলের মতো একটিও নয়৷

সবকিছু এতো আপডেট এবং তথ্যবহুল - যার তুলনাই হয়না৷ এসএম আবদুল্লাহ, রানা, ডয়চে ভেলে ফ্যান ক্লাব, সুজানগর, পাবনা, বাংলাদেশ৷

যেদিন থেকে ডয়চে ভেলের এফএম অনুষ্ঠান শুরু হয়েছে, সেদিন থেকেই শুনছি এবং খুব ভালো লাগছে৷ এখন একদিন না শুনলে ভালো লাগেনা৷ এইচ এম নাজির, লালমনিরহাট, বাংলাদেশ৷

আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনি এবং আমার খুব ভালো লাগে৷ সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ৷ মোস্তাইন, মহাখালী, ঢাকা৷ mostianmunshi@yahoo.com

এতদিন গোটা ইউরোপে তুষারপাত বিষয়ে জেনেছি৷ জার্মানিতে তো ভীষণভাবে তুষারপাত হয়েছে৷ এখন গোটা ভারতে শৈত্য প্রবাহ চলছে৷ প্রতিবেদন পড়ে জানলাম উত্তর ভারতে শৈত্যপ্রবহে অনেক মানুষ মারা গেছে৷ এই খবরে মন খারাপ লাগছে৷ আমরাও মুর্শিদাবাদে শীতে খুব কষ্ট পাচ্ছি৷ তবে তুষরপাতের কোন সম্ভবনা নাই৷ আপনারা আর কতদিন ঠান্ডা ভোগ করবেন জানিনা৷ শ্রোতাদের জন্য আপনারা কত পরশ্রম করছেন৷ জার্মানিতে কি তুষারপাতে মানুষ মারা যায়? কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ, ভারত৷

আমরা ডয়চে ভেলেকে ভালোবাসি৷ বেশ কিছুদিন হলো আমরা এফএম-এ আপনাদের অনুষ্ঠান শুনতে পারিনা৷ তাই অনুরোধ, যাতে শুনতে পারি তার ব্যবস্থা করবেন৷ মোঃ তারিকুজ্জামান উজ্জল, পুরাতন আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

১১ তারিখ রাতে মিডিয়াম ওয়েভে নির্বিঘ্নে বাংলাদেশের জেল হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পাওয়া দুই আসামীকে আবারো আদালতে হাজিরের নির্দেশ, ভারতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, চীনের সামরিক শক্তি বৃদ্ধি, ইউরোপে ইসলাম ভীতির ওপর রিপোর্ট এবং ফিচারপর্ব হেল্থলাইনে জার্মানিতে মুরগির মাংস ও ডিমে মারাত্মক ক্ষতিকর জৈব রাসায়নিক পদার্থ ডাইঅক্সিনের ওপর প্রতিবেদন, খেলার খবরে কাতারে অনুষ্ঠিত এশিয়া কাপ আর ক্যাম্পাসে জার্মানির টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদনটি শুনে আমরা ভীষণ মুগ্ধ হয়েছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

আমি ভালো আছি৷ আপনাদের ওয়েবসাইট দেখলাম, ভালো  লাগলো৷ জমশেদ আলী, বি সি এ এস, গুলশান-১, ঢাকা-১২১২৷

গত তিন মাস যাবত আমি নিয়মিত ছবি খোঁজা প্রতিযোগিতায় সঠিক উত্তর পাঠাচ্ছি, পুরস্কার পাচ্ছিনা কিন্তু সেটা আমার প্রশ্ন নয়৷ আমার উত্তর আপনাদের কাছে পৌঁছোয় কিনা - সেটাই আমি জানতে চাইছি৷ পেলে অবশ্যই জানাবেন৷ মোঃ রিয়াজ মাহমুদ, সহঃশিক্ষক, আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২, বাংলাদেশ৷

মিডিয়াম ওয়েভে এখন অনুষ্ঠান মোটামুটি শোনা যাচ্ছে তবে প্রথম পাঁচ মিনিট তেমন স্পষ্ট শোনা যায়না৷ ডয়চে ভেলে প্রতিদিন কত নতুন নতুন, কত তথ্য পরিবেশন করে৷ তবে একটা জিনিস খুব স্পষ্ট যে, টানটা এখন বাংলাদেশের দিকে খুব বেশি৷ আনন্দ মোহন বাইন, নেহেরুনগর, বিলাই, দূর্গ, ভারত৷