মহাশূন্যে মোবাইল ফোন | পাঠক ভাবনা | DW | 28.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মহাশূন্যে মোবাইল ফোন

ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করার সময় বিজ্ঞান প্রযুক্তিতে মহাশূন্যে মোবাইল ফোন ব্যবহারের উপর প্রতিবদনটি পড়লাম, খুব ভালো লাগলো৷

প্রতিবেদনটির মাধ্যমে মহাকাশ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ মহাশূন্যে মোবাইল ফোন প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণকারী গিলফোর্ডের স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই৷ স্ট্রান্ড-১ নামে বিজ্ঞানীদের এই মিশন সফল হবে- এই প্রত্যাশা আমাদের সকলের৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ,আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি বেশ কিছু দিন ধরে আপনাদের ওয়েবসাইট দেখছি৷ আপনাদের ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন’ প্রতিযোগিতার উত্তরও মাঝে মাঝে পাঠাই৷ কিন্তু অনুষ্ঠান ও আপনাদের ওয়েবপেজ নিয়ে এই প্রথম লিখছি৷ আমাদের এখানকার শ্রোতা মহ: হাফিজুর রহমান ভাইয়ের কাছ থেকে আপনাদের অনুষ্ঠান ও আপনাদের ওয়েবপেজ সম্পর্কে জানতে পেরে নিয়মিত ভক্ত হয়ে গেছি৷ খুবই সুন্দর ! একটা অনুষ্ঠান সূচি পাঠাবেন কি ? মহ: জাহির আব্বাস মোল্লা, চুপি, বর্ধমান৷

আমি আপনাদের নতুন বন্ধু৷ আমি এখন প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনি এবং আমার কাছে খুব ভালো লাগে৷ আইটি সম্পর্কে বেশি জানালে ভালো হয়৷ নুরুল আনোয়ার নোবেল৷ orbit.nobel@yahoo.com

হে প্রিয় ডয়েচে ভেলে -তুমি আমার সকাল দুপুর/ তুমি সারা রাতটা/ তোমার পানে চেয়ে থাকি সকাল সন্ধ্যা ৮টা/ আরো বেশি মনে পড়লে জুড়ে দেই আড্ডা/ সময় সুযোগ পেলে তুমি পড়ে নিও ভাবটা ! মোঃ সিরাজুল ইসলাম৷ ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা ক্লাব, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম৷

২৫ তারিখে আমরা চার ক্লাবের প্রধান একত্রিত হয়েছিলাম৷ আমাদের প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন, কুষ্টিয়ার বহল বাড়িয়ার মোখলেস ভাই, আমলা থেকে রেইনবো শ্রোতা সংঘের মোঃওবাইদুল্লাহ পিন্টু ভাই৷ আজম পুর থেকে ইয়াং ষ্টারের মোঃ খালিদ হাসান৷ আয়োজনে ছিলাম আমি নিজে৷ ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা হিসাবে সবাইকে দাওয়াত করে এনে মতবিনিময় করা হলো৷ আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে শ্রোতাসংখ্যা বাড়ানো যায়৷ সবার অনুমতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলো যে, আমাদের এলাকাতে যতগুলো স্কুল কলেজ আছে সেখানে গিয়ে আলোচনা করতে হবে এবং অনুষ্ঠানসুচি বিতরণ করতে হবে৷ সেই কারণে আমার কিছু অনুষ্ঠানসুচির প্রয়োজন৷ অনুগ্রহ করে ১০০ খানা অনুষ্ঠানসূচি পাঠাবেন আর সেগুলো হাতে পেলেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে৷ শুভেচ্ছান্তে এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, কুষ্টিয়া৷

আমার প্রশ্ন - আমাদের এখানে শীত৷ জার্মানিতে বর্তমানে আবহাওয়া কেমন?  শীত , গরম নাকি বর্ষা ? জার্মানরা কোন সময়টা বেশি পছন্দ করেন ? মহঃহাফিজুর রহমান, চুপি, পুর্বস্থলি, বর্ধমান৷

বহু শ্রোতাবন্ধু আমাদের কাছে ফোন করে জানতে চান- ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান এফএম ব্যান্ডে কুষ্টিয়া থেকে কিভাবে আমরা শুনতে পাই? আমরা তো বহাল তবিয়তেই ঢাকা কেন্দ্রের ৯৭.৬ মেগাহার্ত-এ অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ ২৬ জানুয়ারি সকালে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবরসহ সব খবরই খুব ভালোভাবে শুনেছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷

আমরা ক্লাবে সব সদস্য একত্রিত হয়ে আমাদের প্রিয় ডয়চে ভেলের অনুষ্ঠান শুনলাম৷ সবাইকে নিয়ে আলোচনা করলাম আমাদের আশপাশের এলাকায় কিভাবে ডয়চে ভেলের শ্রোতাসংখ্যা বাড়ানো যায় তা নিয়ে৷ অমিত বসু, জননী রেডিও লিসনার্স ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

আমি আপনাদের পাঠানো অনুষ্ঠানসুচি হাতে পেয়েছি, ধন্যবাদ৷ আমি বিজ্ঞান পরিবেশনাটি আগ্রহের সাথে শুনি৷ এতে সৌরজগৎ সম্পর্কে খবর থাকলে ভালো হয়৷ মোঃ মোস্তাফিজুর রহমান৷ পুরো ঠিকানা নেই৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট আমার প্রিয় তাই আমি নিয়মিত ওয়েবসাইট দেখি এবং উপভোগ করি৷ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়৷

২৬ তারিখ রাতের অনুষ্ঠানে পশ্চিমের জানালা পর্বে জার্মানির আন্তর্জাতিক কৃষি মেলা, নন্দন পর্বে বার্লিনের থিয়েটার নিয়ে আলোচনা বেশ ভালো লাগলো৷ সবকিছুই শুনলাম মনযোগ সহকারে৷কানন রানী টিকাদার, শম্পা রানী বালা, মনিকা বৈদ্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদসহ সবকিছুই খুবই ভালো এবং তথ্যবহুল৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ৷ মেহেরুননেসা, সিলেট৷