বাংলাদেশের জনগণ চায় শান্তি | পাঠক ভাবনা | DW | 04.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশের জনগণ চায় শান্তি

প্রিয় ডয়চে ভেলে, আশাকরি বিভাগীয় সবাই ভালো আছেন, আমরা ভালো নেই৷ বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে দেশ ও জাতি চরম উদ্বিগ্ন৷ জনগণ চায় শান্তি৷ তবে বাংলাদেশের রাজনীতির নানা আয়োজন ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রায়ই দেখতে পাচ্ছি৷

একুশে টিভিতে প্রচারিত ‘অন্বেষণ' দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে৷ অন্বেষণে কুইজ চালু করার অনুরোধ করছি৷ আর হ্যাঁ, অন্বেষণে দর্শকদের মতামত পড়ে শোনানোরও অনুরোধ রইল৷ বর্তমানে বিশ্ব পরিবেশ নিয়ে সবাই উদ্বিগ্ন, তাই অন্বেষণে পরিবেশ নিয়ে অনুষ্ঠান সময়পোযোগী বলে আমি মনে করি৷ এই ই-মেলটি পাঠিয়েছেন ডা. এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে৷

নাটোর থেকে রাজীব মন্ডল লিখেছেন, আমাদের রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে গেলেও তিনি নিয়মিত আমাদের ওয়েবসাইট দেখছেন এবং প্রতিবেদনগুলো পড়ে উপকৃত হচ্ছেন৷ তিনি আরো জানিয়েছেন যে, টিভি অনুষ্ঠান অন্বেষণের পর্বগুলোও ভালো লাগছে৷

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের উচ্ছ্বাসে আমরা আজ পুরো জাতি আন্দোলিত৷ ডয়চে ভেলের মাধ্যমে বাংলার টাইগারদের জানাই বুক ভরা ভালোবাসা৷

মাসের শুরুতেই মাসিক কুইজ আপডেট করার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ ইদানীং ফেইসবুকে বেশ কয়েকটি পুরনো প্রতিবেদন আপডেট করা হচ্ছে, যা খুবই ভালো৷ কেননা আগে যাঁরা এ সব প্রতিবেদন মিস করেছেন, তাঁরা দেখতে পারছেন৷ ভারতের রাস্তায় ই-রিক্সা এবং ডেনমার্কের খাদ্য উত্সব নিয়ে প্রতিবেদন দুটি ভালো লেগেছে৷ তবে অবাক হয়েছি জার্মানিতে পুলিশ সেজে চুরি করার অভিনব পন্থার কথা শুনে৷ আমাদের বাংলাদেশে ব়্যাব সেজে অনেক চুরির ঘটনা আছে৷ আফ্রিকার শহর এবং গ্রামের ছবিঘরটিও ভালো লেগেছে৷ ভবিষতে আফ্রিকার মানুষ-খেকো গাছ এবং সাপ নিয়ে একটি ছবিঘর করার অনুরোধ করছি৷ এভাবেই মতামত জানিয়ে ই-মেল করেছেন মো.রাসেল শিকদার, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে৷

‘সৌরজগতে পৃথিবীর মতো গ্রহের সন্ধান' – এই রিপোর্ট পড়ে অসঙ্গতি দেখলাম৷ সৌরজগত বলতে সূর্য আর তার গ্রহদের নিয়ে গঠিত একটা জগতকে বোঝায়৷ তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি৷ রাজ নারায়ণ আচার্য্য বাংলাদেশ থেকে লিখেছেন৷

- মতামত জানিয়ে আমাদের কাছে লেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন