নিউজ দেখি এবং আপডেট জানতে পারি | পাঠক ভাবনা | DW | 28.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নিউজ দেখি এবং আপডেট জানতে পারি

আমি ডয়চে ভেলের একজন ফ্যান৷ নিয়মিত নিউজ দেখি এবং আপডেট জানতে পারি৷ আরো বেশি খবর প্রকাশ হলে ভালো হয়৷ আপনারা আমার ইমেল কি পেয়েছেন? পেয়ে থাকেন বা না থাকেন আমাকে দয়া করে জানাবেন৷ শুভ, বাংলাদেশ৷

তোমাদের ওপর আমার অনেক রাগ, কোন কিছু জানতে চাইলে উত্তর পাইনা, কোন গান শুনতে চাইলে শোনাওনা৷ পুরো গানও শোনাও না, গান না বাজালেই হয়৷ দীপ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান শুনতে পারছিনা৷ অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে শ্রোতাদের মতামত ফেসবুক থেকে জানতে পারছি৷ প্রতিদিন দেবেন৷ ইনবক্স আই টিউন্স পডকাস্ট-এ শুনলাম৷ আমার কম্পিউটার আছে৷ পডকাস্ট যদি মোবাইলে শোনা যেতো তাহলে অনেক শ্রোতা শুনতে পেতো৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমি বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছি৷ আমি যখন ক্লাস ফোর-এর ছাত্র তখন আমাদের স্কুলে একজন জার্মান ভদ্রলোক এসেছিলেন৷ তাঁর চেহারা, কথাবার্তা, সদয় আচরণ সবই ভালো লেগেছিলো৷ আর তখন থেকেই জার্মানি সম্পর্কে আমার জানার আগ্রহ হয়৷ আমি জানি যে কোন দেশের মানুষের আচরণ, চিন্তাধারার ওপর ভিত্তি করে একটি দেশের সংস্কৃতি গড়ে উঠে৷ ভাষা, সংগীত, ভালোমন্দ বিষয়ক চিন্তাধারা এসব কিছুই একটি দেশের সংস্কৃতির অঙ্গ৷ একটি দেশকে জানতে হলে সে দেশের ভাষা, সংস্কৃতি জানা দরকার৷ প্রতিটি দেশের সমাজ ভিন্ন, মানুষের আচরণ ভিন্ন আর এসব পার্থক্য মূলত সংস্কৃতির ভিন্নতাকেই তুলে ধরে৷ তাইতো ছোটবেলা থেকে জার্মানির ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আমি সবচেয়ে বেশি আগ্রহী৷ আর সেজন্যই আমি ডয়চে ভেলেকে মাধ্যম হিসেবে মনে করি৷

মোঃসুমন পারভেজ, হরেকষ্ণপুর, মঙ্গলপুর, দিনাজপুর৷

অতুলনীয় সব পরিবেশনা নিয়ে গঠিত ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান. কোনদিন শুনতে না পারলে মনে হয় অনেককিছু থেকে বঞ্চিত হলাম৷ সুনীল কৃষ্ণ দাস, সাতক্ষীরা৷

আমি নিয়মিত আপনাদের ওয়েবসাইট দেখি তবে কিছু বিষয় দীর্ঘদিন যাবত দেখছি যা কিছুটা বিরক্তিকর৷ এগুলো আপডেট করার ব্যবস্থা করুন৷ বিএম ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক