নতুন ইংরেজি চ্যানেল চালু করলো ডিডাব্লিউ | ডিডাব্লিউ'কে জানুন | DW | 22.06.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

নতুন ইংরেজি চ্যানেল চালু করলো ডিডাব্লিউ

বস্তুনিষ্ঠ গবেষণা, তথ্যনির্ভর, টাটকা প্রতিবেদন, ঘটনার একেবারে কেন্দ্রস্থল থেকে – শুধুমাত্র আপনার জন্য৷ নতুন স্টুডিওতে জমে উঠবে বিতর্ক, সংলাপ৷ ইংরেজি ভাষায় ডয়চে ভেলের নতুন টিভি-চ্যানেল, যার স্লোগান ‘মেড ফর মাইন্ডস'৷

সোমবার, ২২শে জুন – ডিডাব্লিউ-র দীর্ঘ ইতিহাসে এই দিন একটি মাইলফলক তো বটেই৷ কারণ এ দিন উচ্চমানের সাংবাদিকতার আরো একটি নিদর্শন সৃষ্টি করলো ডয়চে ভেলে, শুরু হলো নতুন ২৪/৭ টিভি-চ্যানেলটির পথ চলা৷

মহাপরিচালক পেটার লিমবুর্গ জানান, ‘‘নিরপেক্ষ, সাহসী এবং উচ্চমানের সাংবাদিকতার জন্য ডয়চে ভেলের সুনাম রয়েছে৷ আমরা সেই পথেই আমাদের অগ্রণী ভূমিকা রেখে যেতে চাই৷ চাই বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকারকে অক্ষুণ্ণ রাখতে৷ আশা করছি, নতুন এই ইংরেজি চ্যানেলটির মাধ্যমে আমরা জার্মানি থেকে আরো ভালো ভালো ‘কনটেন্ট' বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো৷''

Peter Limbourg

ডিডাব্লিউ-র মহাপরিচালক পেটার লিমবুর্গ

দর্শকদের জন্য নতুনত্ব

২৪ ঘণ্টার টিভি-চ্যানেল ডয়চে ভেলের আগে ছিল না৷ কিন্তু এবার বিশ্বব্যাপী ডিডাব্লিউ-র দর্শকরা পাবেন একেবারে তাজা খবর, বস্তুনিষ্ঠ প্রতিবেদন৷ চ্যানেলটিতে প্রাধাণ্য পাবে এশিয়া এবং আফ্রিকা – এই দু'টি মহাদেশ, জানান ডিডাব্লিউ-র বার্তা বিভাগের প্রধান কার্স্টেন ফন নামেন৷ আর তার জন্য ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের নিয়ে একটি ‘নেটওয়ার্ক' তৈরি করেছে ডয়চে ভেলে৷ মস্কোর স্টুডিও ছাড়াও, ব্রাসেলস, ওয়াশিংটন, ব্যাংকক, কায়রো, লাগোস এবং কিয়েভ-এর অফিস থেকে প্রতিনিধিরা সংবাদদাতা হিসেবে প্রতিবেদন এবং সংবাদ পরিবেশন করবেন৷

শুধু তাই নয়, দর্শকদের জন্য ডিডাব্লিউ-র রয়েছে আরো একটি উপহার – একটি ব্যতিক্রমী ‘সোশ্যাল মিডিয়া' বিভাগ, যেখানে ডয়চে ভেলের সম্পাদকরা বিশ্বের গুরুত্বপূর্ণ চলতি ঘটনাগুলি বিশ্লেষণ করবেন, সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে তুলে ধরবেন নানা উদাহরণ

নতুন স্টুডিও, নতুন স্টাইল

এই ২৪/৭ টিভি-চ্যানেলটির জন্য একটি অত্যাধুনিক স্টুডিও তৈরি করেছে ডয়চে ভেলে৷ এতে খবর পরিবেশন করা হবে একটি ১২ মিটার দীর্ঘ এবং ২ মিটার উঁচু ‘স্ক্রিন'-এ৷ খবর সঞ্চালনার সুবিধার্থে ছবি, ভিডিও, অ্যানিমেশন এবং গ্রাফিক সংযোজনও থাকবে সেখানে৷

মনের খোরাক, চ্যালেঞ্জও বটে

নতুন এই ইংরেজি চ্যানেলটির আরেকটি বিশেষত্ব এর ‘মেড ফর মাইন্ডস' স্লোগান৷ এ সম্পর্কে মহাপরিচালক পেটার লিমবুর্গ বলেন, ‘‘এই স্লোগানের মাধ্যমে আমরা চিন্তাশীল, মননশীল এবং জ্ঞানপিপাসু মানুষের আরো কাছে পৌঁছাতে চাই৷ এই স্লোগান তাই একই সঙ্গে আপনাদের এবং আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ৷''

von Nahmen Carsten Kommentarbild App

বার্তা বিভাগের প্রধান কার্স্টেন ফন নামেন

প্রসঙ্গত, ইংরেজি ভাষার নতুন এই টিভি-চ্যানেলটির পাশাপাশি ডয়চে ভেলে আগের মতোই জার্মান, ইংরেজি, স্প্যানিশ এবং আরবি ভাষায় অনুষ্ঠান প্রচার করছে৷ এছাড়াও ২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান ‘অন্বেষণ' বাংলা ভাষাতেও প্রচারিত হচ্ছে৷ বাংলাদেশে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজনের অংশ এই অনুষ্ঠান৷ টেলিভিশনের পাশাপাশি মোট ৩০টি ভাষায় ওয়েবসাইটও রয়েছে ডিডাব্লিউ-র৷

নির্বাচিত প্রতিবেদন