ডয়চে ভেলে মানেই সেরা খবর, সেরা তথ্য | পাঠক ভাবনা | DW | 21.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে মানেই সেরা খবর, সেরা তথ্য

বিশ্বের নির্ভরযোগ্য বেতার মানেই ডয়চে ভেলে৷ আর ডয়চে ভেলে মানেই সেরা খবর, সেরা তথ্য৷ অনেক দিন কোনো চিঠি ওয়েব সাইটে দেখছিনা৷ আমাদের লেখার মান কী এতই নিচু যে, ওয়েব সাইটে দেওয়া হচ্ছে না?

এম, এ, রশিদ চৌধুরী; ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব; গ্রামঃ চৌধুরী পাড়া, পোঃ আজমপুর, কুষ্টিয়া থেকে লিখেছেন এই কথা৷ তিনি আরও লিখেছেন, আগে নিয়মিত লেখতাম এবং সেটা নিয়মিত ওয়েবে দেওয়া হত৷ কিন্তু এখন নিয়মিত লেখার পরও কোনো লেখা পাচ্ছি না৷ যা হোক, অনেক দিন হলো ধাঁধার ফলাফল দেওয়া হচ্ছে না৷ কিন্তু বিশেষ ধাঁধার ফলাফল কবে দেওয়া হবে আর কর্ম মুখর ও সেরা ক্লাবের ঘোষণা কবে করা হবে?

প্রিয় ডয়চে ভেলের সুপ্রিয় বন্ধুরা! আজ আর আপনাদের রেডিও'র অনুষ্ঠান নয়৷ আজ আপনাদের ওয়েব সাইটের চমত্‍কার দু'টি প্রতিবেদন সম্পর্কে অবহিত করছি৷ সমাজ জীবন পাতায়- জাপানে প্রলয়ংকরী ভূমিকম্প, সুনামি ও পরমাণু চুল্লি বিধ্বস্তের পরও জাপানিদের আশ্চর্য মানসিক ধৈর্য ও মনোবলের ওপর লেখা প্রতিবেদনটি এবং বিজ্ঞান প্রযুক্তি পাতায় ফ্রান্সে ডায়েট স্লিমিং পিল ‘মেডিয়েটর' সেবন করে মেয়েদের হালকা-পাতলা আকর্ষণীয় ফিগার ধরে রাখার ওপর প্রতিবেদনটি পড়ে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ ওয়েব সাইটে আজকের আপডেটকৃত প্রত্যেকটি পাতার প্রত্যেকটি প্রতিবেদন আমরা অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে পড়েছি৷ কিন্তু উপরোক্ত প্রতিবেদন দু'টি আমাদের দৃষ্টি কেড়েছে৷ তাই আমরা প্রিয় ডয়চে ভেলেকে সুন্দর, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী ফিচার উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি৷

আপনাদেরই অতি পুরনো শ্রোতাবন্ধু- মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টার:, কুষ্টিয়া৷

আগামী ১ লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল আমাদের শ্রোতা সংঘের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী৷ ওই দিন আমরা বিভিন্ন প্রতিযোগিতা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি৷ আপনাদের কাছে আমাদের সকলের বিনীত অনুরোধ রইলো আমাদের ক্লাবের জন্য কিছু উপহার সামগ্রী তাড়াতাড়ি পাঠানোর জন্য৷

মহ: হাফিজুর রহমান, চুপি, পূর্বস্থলী, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত৷

সংকলক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক