টেলিফোনে মতামত | পাঠক ভাবনা | DW | 18.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টেলিফোনে মতামত

আমি ডয়চে ভেলের একজন নতুন শ্রোতা৷ আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আপনারা যদি বিবিসি’র মতো সরাসরি টেলিফোনে মতামত নেয়ার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়৷

মোর্শেদ ইসলাম মীম, স্মৃতি ম্যানশন, কামেরপাড়া, রংপুর৷

ফিচার পর্বের পুনঃপ্রচার ভালো লাগেনা বরং নতুন কিছু নিয়ে আলোচনা হলে আরো ভালো লাগবে৷ আবুল হোসেন, কাশিম নগর৷

বাংলা ওয়েবসাইটে শ্রোতাদের মতামতের পাতায় ২৪টি ছবি আছে, ছবিগুলোর পরিচয় জানতে পারলে ভালো লাগতো৷ জানাবেন কি ? মনমথ দর্জি, জলির পাড়, গোপালগঞ্জ৷

ডয়েচে ভেলের বস্তুনিষ্ঠ সংবাদসহ প্রতিটি পর্বের মান সত্যিই প্রশংসার দাবিদার৷ পুনঃপ্রচার পর্বগুলো একটু একঘেয়েমি লাগে৷ মোঃ সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা ক্লাব৷ কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি৷

সুপ্রিয় বন্ধুরা, শুধু আপনাদের রেডিওর অনুষ্ঠান শোনা আর ওয়েবসাইট নিয়েই ব্যস্ত থাকি না৷ আমরা স্থানীয় এলাকার বিভিন্ন রকম উন্নয়ন, সেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডও চালিয়ে থাকি৷ বাংলাদেশে এখন প্রচণ্ড শীত পড়ছে৷ তাই ১৬ জানুয়ারি আমরা ক্লাবের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ করে ৫৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ১৫টি কম্বল, ২৫টি চাদর,৩৫টি সোয়েটার, ৪৫টি গরম জামা, ৫৫টি টুপি ও মোজা বিতরণ করেছি, যাতে করে দুঃস্থ গরীব মানুষগুলো শীতের মরণ থাবা থেকে কিছুটা নিষ্কৃতি পায়৷ মানব সেবাই পরম ধর্ম- এটাই আমাদের বিশ্বাস৷ শুভেচ্ছান্তে, মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

আপনাদের সুন্দর অনুষ্ঠান মোনালিসা শুনে জানলাম এক মহিলার কাহিনী৷ বারবারা একজন অসাধারণ মহিলা৷ সে নিজে একজন নাবিক, একটি বড় জাহাজের দায়িত্ব নিয়ে সেটা সে চালিয়ে থাকে৷ প্রতিবেদন পড়ে সবই জানলাম৷ নিজে জাহাজ চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করেছেন৷ আজকাল মহিলারা কোন বিষয়েই পিছিয়ে নেই৷ সেটা আপনাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইটের মাধ্যমে শ্রোতাদের বুঝিয়ে দিয়েছেন৷ মহিলা বিষয়ক পরিবেশনা মহিলারা বেশি করে শুনে থাকেন৷ অপর্ণা চ্যাটার্জী, লালবাগ, মুর্শিদাবাদ৷

আমি নিয়মিত ভাবে আপনাদের ওয়েবসাইট ভিজিট করে এবং অনুষ্ঠান শুনে চলেছি যার ফলে অনেক অজানা তথ্য জানতে ও বুঝতে পারছি৷ ডয়চে ভেলেকে জানাই অনেক অনেক ধন্যবাদ৷ শুভেচ্ছান্তে, এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া৷

শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি পড়ে চোখে জল এসে গেলো৷ তাই বলি ডয়চে ভেলেই কেবল এরকম সংবাদ পরিবেশন করতে পারে৷ ডয়চে ভেলের বাংলা বিভাগকে ধন্যবাদ৷ সুহৃদ ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, বর্ধমান, suhrit.baneree@yahoo.com

আমি ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনি৷ আমার কাছে খুব ভালো লাগে৷ বিশেষ করে বিশ্বসংবাদ, সবুজ পৃথিবী, মোনালিসা, পশ্চিমের জানালা ইত্যাদি৷ আমি মাঝে মাঝে এসএমএস করি কিন্তু দুঃখের বিষয় আমার একটা এসএমএসও পড়া হয়না৷ মনে হয় ডয়চে ভেলে আমাকে বন্ধু মানতে নারাজ, কী আর করা৷ মোঃ নিজাম উদ্দিন, হামিদপুর, সিলেট৷

বৃক্ষরাজের সৌন্দর্য যখন পল্লবের কাছে , আমার সৌন্দর্য তেমন ডয়চে ভেলের কাছে৷ ডয়চে ভেলে আমার কাছে জ্ঞানের ভাণ্ডার, ধন্যবাদ৷ মোঃ মিজানুর রহমান, ক্যাডেট এমসি কলেজ, সিলেট৷

এই প্রচণ্ড শীতে আপনারা বিভিন্ন পরিবেশনা শ্রোতাদের যেভাবে মনোরঞ্জন করে চলেছেন তা ভেবে সত্যি ভেবে অবাক হতে হয়৷ তপন ও চৈতালী ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷