জার্মানির এই মহানুভবতা কল্যাণ বয়ে আনবে | পাঠক ভাবনা | DW | 12.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির এই মহানুভবতা কল্যাণ বয়ে আনবে

তৃতীয় বিশ্বের জন্য চিকিৎসা, জার্মানির উদ্যোগ নিয়ে প্রচারিত হেল্থলাইন শুনলাম, মুগ্ধ হলাম৷ জার্মানির এই জার্মানির এই মহানুভবতা মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবেমানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে৷

পশ্চিম বঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে এক অসাধারণ বস্তুনিষ্ঠ প্রতিবেদন শুনলাম৷ কোন জীবনহানির ঘটনা ঘটেনি এমন কি বড় কোন গণ্ডগোলও হয়নি৷ নির্বাচন কমিশনকে জানাই আন্তরিক অভিনন্দন৷

জার্মান বিয়ার নিয়ে আমাদের আগ্রহ বহুদিনের৷ গতকাল তার অনেকটাই পূর্ণ হলো, বিয়ার খেতে খেতে সাইকেল চালানো বিষয়ক প্রতিবেদনটি শুনে৷ তবে আমার মনে হয় সঙ্গে হেডফোনে ডয়চে ভেলের এফএম তরঙ্গের অনুষ্ঠান শুনতে পারলে আরো ভালো হতো৷ ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ৷

সংস্কৃতি ও বিনোদন পাতায় ‘ফরাসি নাইট উপাধি' পেলেন বাংলাদেশের পার্থপ্রতিম মজুমদার৷ এই প্রতিবেদনটি পড়ে খুবই খুশি হলাম৷ একজন বাঙালির এমন গৌরবের ঘটনা তুলে ধরার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আমরা পার্থপ্রতিম মজুমদারের গৌরবে গৌরবান্বিত৷ তাঁর আগামী স্বপ্ন সফল হোক এই কামনায়, বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

সামোয়া নামে যে কোন দেশ আছে তাই জানতাম না, তার আবার সময় পরিবর্তন৷ ডয়চে ভেলে তুমি আমায় সমৃদ্ধ করছো প্রতিনিয়ত৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমি অনেকদিন থেকে ডয়চেভেলে শুনে আসছি তবে মতামত পাঠানো হয়ে ওঠেনি৷ এখন আপনাদের অনুষ্ঠানগুলো বিশেষ করে ফিচার পর্বগুলো খুবই ভাল হচ্ছে৷ সবুজ পৃথিবী, সুরের ভুবন, ফিউচার নাও, এই প্রজন্ম ও মোনালিসা পরিবেশনাগুলি আমি বেশি পছন্দ করি৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে পরিবেশিত অনুষ্ঠানটি প্রশংসার দাবি রাখে৷ আর ডয়চেভেলের বিশ্বসংবাদ তো আমাদের কাছে নির্ভরযোগ্যতার অন্য নাম৷ ডয়চে ভেলের এ অগ্রগতির ধারা অব্যাহত থাকুক এ কামনাই করি৷ চন্দন কুমার দে , বাংলাদেশ৷

১১ তারিখের সংস্কৃতি বিনোদন পর্বে ‘শুরু হলো ৬৪তম কান চলচ্চিত্র উৎসব' শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ প্রতিবছরের ন্যায় এবার হলিউডের সকল তারকারা এখন ফ্রান্সের কান শহরে অবস্থান করছে তা জানতে পারলাম৷ উদ্বোধনী দিনেই উডি অ্যালেন'এর লেখা ও পরিচালনায় তৈরি ছবি ‘মিডনাইট ইন প্যারিস' ছবিটি দেখানো হচ্ছে৷ ৬৪তম কান চলচ্চিত্র উৎসব সম্পর্কে নানা তথ্য জানতে পারলাম৷ এ থেকে আরো জানতে পারলাম প্রতিবছরের ন্যায় এবারও সেরা ছবির গোল্ডেন পাম পুরস্কারের জন্য ১৯টি ছবি প্রতিযোগিতা করছে৷ আরো জানতে পারলাম ইরানের দু'জন কারাবন্দি পরিচালক জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফকে শ্রদ্ধা জানানো হবে চলচ্চিত্রের এই মহোৎসবে৷ আমরা প্রত্যাশা করি কোন প্রকার অঘটন ছাড়াই যেন এই উৎসবের পরিসমাপ্তি ঘটে৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

ডয়চে ভেলের ওয়েবসাইট দেখলাম, খুব ভালো লাগলো৷ শাহীন আক্তার, বাংলাদেশ৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে দেখলাম সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়েছে৷ কিন্তু কোন দেশের রাজনৈতিক ইস্যুতে আদালতের জড়ানো উচিত নয়, এই রায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করবে বলে মনে করি৷ খালিদ হাসান, কুষ্টিয়া৷

বন্ধুরা কেমন আছেন? আমাদের বিশ্বাস, আপনারা সব্বাই খুব ভাল আছেন৷ হ্যাঁ বন্ধুরা, এ দিকে আমরাও ক্লাবের সব্বাই ভাল আছি৷ আজ সকালে এফএম ৯৭.৬ মেগাহার্ত-এ খুব সুন্দরভাবে আপনাদের সম্প্রচারিত অনুষ্ঠানমালা শুনলাম৷ যেমন বাংলাদেশের খবরাখবর, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক সুপ্রিম কোর্টের রায়ের ওপর রিপোর্ট, সংবাদপত্রের শিরোনাম, ওসামা বিন লাদেনের স্ত্রীদের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে রিপোর্ট৷

জার্মানির কোলন শহরে ‘বিয়ার বাইক' গাড়িও জার্মানদের বিয়ার পানের ওপর প্রতিবেদন, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘ও যে মানে না মানা' রবীন্দ্র সংগীত, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউ পি চেয়ারম্যান অনিল চন্দ্র তংচংগারের চমত্কার সাক্ষাত্কার এবং ফিচার পর্ব হেল্থলাইনে তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিনা বেতনে জার্মান চিকিত্সকদের চিকিত্সা সেবা দানের ওপর মনোগ্রাহী প্রতিবেদন শুনে আমরা ক্লাবের সব্বাই দারুণ খুশি হয়েছি৷ সুন্দর রিসেপশন মান আর তরতাজা, বস্তুনিষ্ঠ খবর ও চমত্কার তথ্য সমৃদ্ধ ফিচার গুলো উপহার দেয়ার জন্য প্রিয় বেতার ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ আপনাদেরই পুরনো শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক