গায়িকা লেনা মেয়ার ল্যান্ডরুট | পাঠক ভাবনা | DW | 06.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গায়িকা লেনা মেয়ার ল্যান্ডরুট

আমাদের সেই স্বপ্নের ইতিহাসটির বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ৭ মে শুক্রবার৷ হ্যাঁ বন্ধুরা আমরা যারা এফএম-এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি তাদের ...

লেনা

লেনা

নিয়ে বিকেল ৪টায় মিলিত হচ্ছি৷ সেখানে উপস্থিত ডয়চে ভেলে এফএম শ্রোতাদের আলাপ আলোচনার মাধ্যমে একটি নতুন সংগঠন তৈরি করা হবে৷ আমরা চাই সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ডয়চে ভেলে এফএম শ্রোতাদের সংগঠন যাত্রা শুরু করুক৷ এই সংগঠনের মূল কাজ হবে ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার করা এবং তার মাধ্যমে এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করা৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

ডয়চে ভেলের অনুষ্ঠান খুলনায় এফ এম মোবাইলে দারুণ শোনা যাচ্ছে!অভিনন্দন জানাচ্ছি সাতক্ষীরার সেতুবন্ধ ডিএক্সিং ক্লাবের শেখ জিয়াউর রহমানকে যার প্রেরণায় ডয়চে ভেলেকে আবিষ্কার করতে পেরেছি৷ ওমর ফারুক, নাছিমা মঞ্জিল, দেয়ানা পূর্ব পাড়া, দৌলতপুর,খুলনা, বাংলাদেশ৷

কাল রাতের অধিবেশনে নরওয়েতে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধি উদীয়মান পপ গায়িকা লেনা মেয়ার ল্যান্ডরুট এর

কন্ঠে গান উপভোগ করলাম৷ বিশেষ করে satellite শীর্ষক গানটি খুবই আকর্ষণীয়৷

নতুন ফিচার সুরের ভুবন ভীষণ ভালো লাগছে৷ ইউরোভিশন সং কনটেস্ট সম্পর্কে আরও বিশদভাবে আলোকপাতের অনুরোধ রইলো৷

একই অনুষ্ঠানে দ্বিতীয় ফিচার পরিবেশনা পশ্চিমের জানালায় ইউরোপীয়ান কমিশনের উদ্যোগে গঠিত অভিন্ন ইউরোপীয় আকাশ সীমা প্রকল্প Single European Sky সম্পর্কে খানিকটা ধারণা পেয়ে গেলাম, আকাশ সীমার পরিকল্পিত ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ রাখার এই উদ্যোগ সম্পর্কে আগে আমার কোনো ধারণা ছিল না৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ সুভাষ চক্রবর্তী,নতুন দিল্লি-১১০০০১, ভারত

ওয়েবসাইটের সংস্কৃতি বিনোদন (৫.৫.২০১০) পাতায় দেখলাম - স্পিলবার্গ দি এডভেঞ্চার অফ টিনটিন নিয়ে একটা থ্রিডি ছবি বানাচ্ছেন ৷ এজন্য স্পিলবার্গকে জানাই ধন্যবাদ আর এই সুন্দর খবরটা দেওয়ার জন্য DEUTSCHE WELLE কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা৷ ছোটদের উপযোগী এই সব বিষয়গুলো আলাদা একটা পাতায় রাখলে ভালো হয়৷ সৌরদীপ সরকার প্রযত্নে - চৈতালি সরকার , সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ , ভারত৷

প্রতিদিন সকাল ও রাতে নতুন আঙ্গিকের অনুষ্ঠান উপভোগ করছি৷ প্রতিটি পরিবেশনাই তথ্যবহুল ও আকর্ষণীয়৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ রতন কুমার পাল, রেডিও লিসনার্স ক্লাব, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আজ সকালের অধিবেশনে একগুচ্ছ তরতাজা খবর, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কারণ বিষয়ক কর্মশালার উপর রিপোর্ট, সংবাদপত্রের প্রধান প্রধান খবর, ব্রিটেনের নির্বাচনের উপর রিপোর্ট এবং জার্মানির প্রাক্তন চ্যান্সেলার হেলমুট কোল-এর ৮০তম জন্মদিবসের উপর রিপোর্টটি শুনে আমরা মুগ্ধ হয়েছি৷ মোখলেসুর রহমান, বহলবাড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ৷