‘কোন ব্যক্তি নিয়ম ও আইনের ঊর্ধ্বে নয়’ | পাঠক ভাবনা | DW | 04.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কোন ব্যক্তি নিয়ম ও আইনের ঊর্ধ্বে নয়’

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের স্রষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের বিষয়টি নানা বিতর্কের সৃষ্টি করেছে৷ বিষয়টি এখন আদালতের বিবেচনাধীন৷

Bangladeshi, Nobel, laureate, Muhammad, Yunus, High, Court, Dhaka, Bangladesh, government, order, microfinance, bank

বৃহস্পতিবার হাসিমুখে হাই কোর্ট প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূস

তবুও বলবো মহান ব্যক্তির কৃতিত্বকে সম্মান জানানোর পাশাপাশি এটাও দেখা উচিত যে, কোন ব্যক্তি নিয়ম ও আইনের ঊর্ধ্বে নয়৷ বিধান স্যানাল, রেডিও মস্কো লিসেনার্স ক্লাব, বালুরঘাট, পশ্চিম বঙ্গ, ভারত৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় ‘ইউনূস বিষয়ে কূটনীতিকদের জানাবেন অর্থমন্ত্রী' শীর্ষক প্রতিবেদনে মোখলেসুর রহমানের মন্তব্য, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনূস সাহেবকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করা সরকারের মোটেও উচিত হয়নি৷ এটা সরকারের এখতিয়ার বর্হিভূত কাজ৷

সকাল বেলা পড়াশোনার প্রস্তুতি আর এর এক ফাঁকে ডয়চে ভেলের পরিবেশনা সত্যি এ এক অন্য রকম ব্যাপার৷ চঞ্চল, রংপুর৷

ডয়চে ভেলের মতো সুন্দর মার্জিত বেতার কেন্দ্রের খোঁজ পেলাম বালুরঘাটের এক শ্রোতা ক্লাবের দৌলতে৷ তাদের প্রচারের জন্যই আপনাদের রেডিও'র বিষয়ে এবং ওয়েবসাইটের বিষয়ে জানতে পারলাম৷ আপনাদের অনুষ্ঠানের গুণগত মান গর্ব করার মতো৷ এই বেতারের সন্ধান পাবার জন্য রেডিও মস্কো লিসেনার্স ক্লাবের কাছে আমি ঋণী৷ তন্ময় দাস, পাটিরাম, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বঙ্গ, ভারত৷

আমি একজন নতুন শ্রোতা এবং পত্র লেখক৷ আশা করি নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন৷ আমার ক্লাবের ১০ জন সদস্য আমরা সবাই একসঙ্গে অনুষ্ঠান শুনে থাকি৷ জুয়েল রানা, প্রেসিডেন্ট, সানমুন রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আজ ৪ মার্চ সকালের এফএম অনুষ্ঠানে বাংলাদেশের খবর, দৈনিক পত্র-পত্রিকার সংবাদ পর্যালোচনা, খেলার খবরসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম৷ সবুজ পৃথিবী পর্বে জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলন ও এর ফলে কারা কীভাবে প্রভাবিত হচ্ছে তাও জানলাম৷ বিধান চন্দ্র টিকাদার, ভিওজি লিসেনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

সংকলন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক