কম্পিউটার, ইন্টারনেট ! | পাঠক ভাবনা | DW | 21.10.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কম্পিউটার, ইন্টারনেট !

৩১ অক্টোবর থেকে শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে জেনে আহত হলাম৷ আমি বিগত ২৪ বছর যাবত শর্টওয়েভের মাধ্যমে বাংলা অনুষ্ঠান শুনে আসছি এবং খুব ভালো শোনা যায়৷ তবুও আপনারা শর্টওয়েভ অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছেন৷

এটা নিয়ে আপনারা রসিকতা করছেন না তো ? কারণ গ্রাম বাংলায় এখনো ঠিক মতো বিদ্যুৎ পৌঁছয় নি তা আবার কম্পিউটার, ইন্টারনেট ! অনুষ্ঠান এফএম ও মিডিয়াম ওয়েভে শোনা যাবে তবে অবশ্যই সব জায়গায় নয়৷ যাই হোক - এটা জার্মানির নতুন নীতি৷ অমর নাথ ও রুমা দাস, উদয়াছল, ঘরদৌড়, বর্ধমান, ভারত৷

সবসময় সঠিক সংবাদ পরিবেশন করার জন্য ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, মুর্শিদাবাদ, ভারত৷

কম্পিউটারের ক্ষতিকর দিকগুলো এবং এটা থেকে প্রতিকারের উপায় সম্পর্কিত প্রতিবেদন আমার খুব ভালো লেগেছে৷ যেহেতু আমি কম্পিউটার সায়েন্স-এর ছাত্র তাইএখন উক্ত বিষয়ের ওপর সব সময় খেয়াল রাখবো৷ মমিন, ঢাকা, বাংলাদেশ৷

‘ইন্টারনেটে মুক্ত পেশাজীবীদের জমজমাট কাজের বাজার' প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগল৷ তথ্য প্রযুক্তির এই যুগে এসে আমরা অনেক কিছুই জানি না৷ তবে আমাদের সব সময়ের সঙ্গী ডয়চেভেলে সাথে থাকলে আর চিন্তা কি? তথ্য প্রযুক্তির নতুন নতুন সেবা ও সম্ভাবনার সংবাদ আমাদের কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ৷ উক্ত প্রতিবেদনটিতে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই কিভাবে রোজগার করা যায় তা জানতে পারলাম৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান খুব ভালো এবং আমার প্রিয় অনুষ্ঠান৷ মোঃ শামীম, বাংলাদেশ৷

আমরা মুর্শিদাবাদের শ্রোতারা ১০৫ মেগাহার্তসে এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনে থাকি৷ এই ব্যান্ডের শ্রবণমান খুব ভালো৷ এফএম ব্যান্ডের অনুষ্ঠান কি সরাসরি বন থেকে প্রচার করা হয় ? তপন কুমার ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

কম্পিউটার ও মোবাইল আমাদের জীবনে যেমন গুরুত্বপূর্ণ প্রযুক্তি তেমনি এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে যা আমাদের অজানা ছিলো৷ ডয়চে ভেলে থেকে এ সম্পর্কে নানা তথ্য জানতে পেরে খুব খুশি হলাম৷ গোলাম রসুল, হরিপুর, ঝিনাইদহ, বাংলাদেশ৷

আমি নিয়মিত ডয়চে ভেলে শুনে থাকি আর মজার ব্যাপার হলো যেদিন রংপুর থেকে প্রথম এফএম অনুষ্ঠান শুরু হয় ঠিক সেদিন থেকেই শুনছি৷ তবে জানতাম না যে সেদিনই প্রথম শুরু, পরে আপনাদের মাধ্যমে একথা জেনে নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম যা আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা৷ এখন আপনাদের অনুষ্ঠান না শুনে থাকতে পারিনা৷ সুজিত, কে বি ছাত্রাবাস, কারমাইকেল কলেজ, রংপুর, বাংলাদেশ৷

দীর্ঘ ৩০ বছর যাবত সকালের বাংলা অনুষ্ঠান প্রাতঃরাশ খাওয়ার মতো নিয়মিত শুনে আসছি৷ আর এখন সেই মুখের গ্রাস কেড়ে নেওয়া হবে তা কিছুতেই মেনে নিতে পারছিনা৷ জানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত বদলানো যাবেনা তাই সকালের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে প্রচারের ব্যবস্থা করা হোক৷ আশীষ কুমার বর্মন, ভাট জংলা, কৃষ্ণনগর, নদীয়া, ভারত৷

আপনাদের ওয়েবসাইট খুব ভালো লেগেছে৷ আর আপনাদের টুইটার আমি নিয়মিত পড়ি৷ আপনাদের টুইট আরো বাড়ালে ভাল হয়৷ রিপন,নাটোর, বাংলাদেশ৷