ওবামা ধূমপান ছেড়ে দিলেন | পাঠক ভাবনা | DW | 10.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ওবামা ধূমপান ছেড়ে দিলেন

অ্যামেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামা ধূমপান ছেড়ে দিয়ে বিরাট এক নজির সৃষ্টি করলেন৷ এ প্রতিবেদনটি পড়ে অনেক মানুষ ধূমপান ছেড়ে দেবেন৷

ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷ kanchan.notun@gmail.com

আমি ডয়চে ভেলে থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের নিয়মিত এফএম শ্রোতা৷ আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে৷ কিন্তু দুঃখের বিষয় আমি এর আগে অনেক SMSকরেছি,আমার SMS অনুষ্ঠানে প্রচার করা হয়নি৷ আপনাদের অনুষ্ঠানের সকলকে জানাই বসন্তের আগাম শুভেচ্ছা৷ সঞ্জয় রায়, সিংড়িয়া, জলঢাকা, নীলফামারী ৷

আমি নতুন শ্রোতা৷ আমি কল্পনাও করতে পারিনি যে ডয়চে ভেলে এতো নতুন নতুন খবর প্রচার করে৷ আপনাদের সবাইকে বেলী ফুলের শুভেচ্ছা ও ধন্যবাদ৷ মোঃ ফুয়াদ হাসান, সাতী বাড়ি, রংপুর৷

শরীয়তপুরের হেনা বেগমের ধর্ষণকারীসহ ফতোয়াবাজদের ফাঁসি চাই অবিলম্বে৷ সারা সিলেট বাসী৷

অনেকদিন পর লিখছি৷ আপনারা সবাই কেমন আছেন ? আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ সিরাজুম মুনিরা সোমা৷ muniradx@gmail.com

ডয়চেভেলে বাংলা বিভাগের ওয়েব সাইটে গতকালের প্রতিবেদনগুলি পড়লাম৷ তার মধ্যে সংস্কৃতি বিনোদন পর্বে ‘হাসন রাজা হবেন মিঠুন চক্রবর্তী’ প্রতিবেদনটি আমার খুব ভাল লেগেছ৷ বাংলাদেশের সংস্কৃতিতে ভারতের মত দেশের পদার্পণ সত্যি অবাক করার মতো৷ সংস্কৃতিতে কুষ্টিয়ার লালন ফকির, মীর মোশাররফ হোসেন, সিলেট অঞ্চলের জনপ্রিয় লোকসংগীত শিল্পী এবং গীতিকার হাসন রাজার অবদান অবিস্মরণীয়৷ ফকির লালন সাঁইকে নিয়ে নির্মিত ছবি ‘মনের মানুষ'এর সাফল্যে অনুপ্রাণিত হয়েই পরিচালক রুহুল আমিন হাসন রাজাকে নিয়ে ছবি নির্মাণের কাজে হাত দিচ্ছেন জেনে খুব ভাল লাগছে৷ 'মনের মানুষ' ছবিতে ভারতের জনপ্রিয় বাংলা সিনেমার নায়ক প্রসেনজিৎ-এর অভিনয় সত্যি মনোমুগ্ধকর হয়েছে৷ আমাদের সকলের বিশ্বাস হাসান রাজার চরিত্রে মিঠুনদাকেই মানাবে৷ তাছাড়া আমরা লক্ষ্য করে দেখেছি যে, ভারত বাংলাদেশ যৌথ পরিবেশনায় যতগুলো ছবি মুক্তি পেয়েছে তার প্রায় সবগুলো ছবিই সফলতা পেয়েছে৷ আমাদের দেশের সংস্কৃতি দেশের আঙ্গিনা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি আমরা সকলে৷ এছাড়াও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘গ্লোবাল ফান্ড' প্রতিবেদনটি পড়লাম৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল এইডস যক্ষ্মা ও ম্যালেরিয়া দূরীকরণে ‘গ্লোবাল ফান্ড’, এর সাথে কৃষিকে সম্পৃক্ত করলে আরো ভাল হত৷ ‘হেনা আক্তারের দ্বিতীয় দফা ময়না তদন্ত' এমন নিষ্ঠুর ঘটনা বাংলাদেশের আনাচে কানাচে অহরহ ঘটেই চলেছে৷ এর জন্য প্রয়োজন কঠোর আইন এবং সেই আইনের যথাযথ প্রয়োগ৷ এখনও বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিছু ভন্ড আলেম রয়েছে, তারা নানাভাবে নানা কৌশলে নিরীহ ও অশিক্ষিত মানুষদের উপর তাদের কর্তৃত্ব ফলানোর জন্য এই দোররা মারার আদেশ দিয়ে থাকে৷ আমরা চাই এদেরকে আইনের কাঠগড়ার এনে এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷ rlcamla@yahoo.com BD

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে আপনাদের মতামত পাতায় শ্রোতাদের ঠিকানার সাথে অনেকের ইমেল আইডি থাকায় তাঁদের সাথে যোগাযোগ করতে সুবিধা হচ্ছে৷ অনেকের সাথে এরই মধ্যে সখ্যতা গড়ে উঠেছে, বিশেষ করে যাঁদের সাথে আগে যোগাযোগ ছিল না৷ আমার কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে আপনাদের ওয়েবসাইট মনোযোগ দিয়ে পড়ি৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷ bc.tikader07@gmail.com