আমি আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি | পাঠক ভাবনা | DW | 01.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমি আপনাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি

সোমবার রাতে আপনাদের অনুষ্ঠান শুনে বুঝতে পারলাম যে লিবিয়ার পরিস্থিতি দিন যত যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে৷ বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা জীবননাশের হুমকির মাঝে আছে৷

আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে, বাংলাদেশের শ্রমিকদের দেশে ফেরত আনার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি৷ কারণ দেশের অসহায় মানুষগুলোকে দেশে ফেরত আনা হোক৷ আমার একটি প্রশ্নঃ জার্মানিতে ছেলে মেয়েদের বিবাহের সময় যৌতুক দিতে হয় কিনা জানাবেন৷ আর যদি দিতেই হয় তা হলে কত ইউরো দিতে হয় জানাবেন৷ এম.এ.রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজম পুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

উত্তর: না এদেশে যৌতুকের কোন নিয়ম নেই৷ বিয়ে হয় এদেশে নিজেদের পছন্দমত৷

বন্ধুরা, আমরা যে শুধু আপনাদের রেডিও'র অনুষ্ঠান শুনে থাকি তা নয়, আমরা ওয়েব সাইটও ভিজিট করে থাকি৷ আজকে ওয়েব সাইটের বিজ্ঞান প্রযুক্তির পাতায় হাভার্ড বিশ্ব বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র মার্ক সাকারবার্গের আবিষ্কৃত ফেসবুকের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে তথ্যবহুল প্রতিবেদনটি পড়ে আমরা ভীষণ বিমুগ্ধ হয়েছি৷ আসলে দ্য সোশ্যাল নেটওয়ার্ক- এর সেরা মাধ্যম ‘ফেসবুক’ ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে! আর এই ফেসবুকের মাধ্যমে আমরা অনেক পুরনো বন্ধুকে খুঁজে পেয়েছি৷ খুঁজে পেয়েছি- ডয়চে ভেলে প্রাক্তন সহকর্মী নাজমুন নেসাকে৷ ফেসবুককে অনেক ধন্যবাদ৷ মোখলেসুর রহমান,কুষ্টিয়া

বিজ্ঞান প্রযুক্তিতে ‘প্রকৃতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষির বিকাশ সম্ভব’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ খুবই চমৎকার হয়েছে প্রতিবেদনটি৷ যেখানে কৃষির উপর নির্ভশীল পৃথিবীর ছয়শ কোটি মানুষ সেখানে কৃষিকে অবমূল্যায়ণ করার সুযোগ নেই৷ তাই কৃষিবিদদের উচিত কৃষিক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য ক্ষেত্রের মত কৃষিতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত করা৷ তা না হলে পৃথিবীর এই ছয়শো কোটি মানুষের মুখে খাবার তুলে দিতে তাদের হিমশিম খেতে হবে৷ ওয়ার্ল্ড ওয়াচের প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে পৃথিবীতে মানুষ বাড়ছে, কিন্তু সেই সঙ্গে বাড়ছে না কৃষিজমি বা ফসলের উৎপাদন৷ ওয়ার্ল্ড ওয়াচের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদনের মূলমন্ত্র ‘সবার জন্য খাদ্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের কৃষি বিশেষজ্ঞদেরকে অবিরাম পর্যবেক্ষণ করে আরো গতিশীল ও টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে যাতে করে মানুষ জীবন ধারণের জন্য তার প্রথম মৌলিক চাহিদা খাদ্য নির্বিঘ্নে পেতে পারে৷ সবশেষে আমাদের প্রত্যাশা যে কৃষির উপর পৃথিবীর ছয়শো কোটি মানুষ নির্ভরশীল সেই কৃষির উপর আরো বেশি করে গুরুত্ব দেওয়া হোক৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া।

সংকলক: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক