1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্মিত দর্শনার্থী!

১৮ জুলাই ২০১৯

ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করবে৷ জলকেলি বাদ দিয়ে সবাই তখন বিমান নামা দেখতে ব্যতি ব্যস্ত৷ অনেকে ক্যামেরা নিয়ে ঠিক করে নিলেন, নিজ নিজ অবস্থান৷ কেউ কেউ তো সবচে ভালো ছবিটি তুলতে উঠে দাঁড়ান ছোট্ট দেয়ালের ওপর৷

https://p.dw.com/p/3MEqq
প্রতীকী ছবিছবি: Reuters/T. Melville

কিন্তু বিমানটি এতোটাই নিচু হয়ে আসলো, সবাই তো পেয়ে গেলেন ভয়৷ মনে হচ্ছিল, এক্ষুণি বুঝি ঘষা দিয়ে মুচড়ে দেবে মাথা৷ যাঁরা দেয়ালে উঠেছেন, তাঁরা সবাই প্রাণ বাঁচাতে পড়ি মড়ি করে বসে পড়লেন৷

ঘটনাটি ঘটেছে গ্রিসের দ্বীপাঞ্চলীয় বিমানবন্দর স্কিয়াথোসে৷ গোটা ইউরোপের রোমাঞ্চকর বিমানবন্দরগুলোর অন্যতম- স্কিয়াথোস৷ যা আবার ইউরোপের সেন্ট মার্টিন হিসেবে পরিচিত৷ ঘুরে বেড়াতে ভালোবাসেন যাঁরা, তাঁদের আদর্শ ঠিকানা এই দ্বীপ৷ তাই মানুষের ভিড় লেগেই থাকে৷ আবার খুব সহজে দেখা যায় বিমান উঠা-নামার দৃশ্য৷

সেদিনের ঘটনার ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে কার্গোস্পটার৷ নেটিজেনরা উৎসাহ নিয়ে দেখছেন ভয়ার্ত দর্শনার্থীদের বাঁচার কৌশল৷ সপ্তাহে না পেরোতেই ভিডিওটি দেখা হয়েছে ২৩ লক্ষ বারেও বেশি৷

টিএম/কেমএ (নিউ ইয়র্ক পোস্ট)

গতবছরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য