1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে লাগেজ যেভাবে নষ্ট হয়

৩ অক্টোবর ২০১৮

অনেক ঘুরে দেখেশুনে সুন্দর একটা লাগেজ কিনেছেন৷ কোথাও ঘুরতে গেলে লাগেজের সৌন্দর্য ঘোরার আনন্দ আরো বাড়িয়ে দেয়৷ কিন্তু পৌঁছানোর পর বেল্ট থেকে বের হলো ভাঙাচোরা, বিধ্বস্ত এক লাগেজ৷

https://p.dw.com/p/35uDt
Deutschland | Interrail - Jugendliche Rucksacktouristen
ছবি: imago/imagebroker/Theissen

এমন অভিজ্ঞতা যাঁরা নিয়মিত ঘোরাঘুরি করে থাকেন, তাঁদের কাছে নতুন কিছুই না৷ সাধারণ যাত্রীদের চোখের আড়ালে বিমান থেকেলাগেজ ওঠানামার কাজ করা হয়বলে কখনো এর দায়িত্বে নিয়োজিতদেরও পড়তে হয় না জবাবদিহিতার মুখে৷

কিন্তু মাঝেমধ্যেই কোনো উপায়ে যাত্রীদের সামনে পড়ে যায় এই লাগেজ ‘মিসহ্যান্ডলিং'-এর দৃশ্য৷ কেউ কেউ হতাশ হয়ে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ কিন্তু তাতে কতটুকুই বা লাভ হয়?

এমনই ধারণ করা এক দৃশ্য আবারও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ এবারের ঘটনাস্থল অবশ্য একটু অবাক হওয়ার মতোই৷ ঘটনাস্থল হংকং বিমানবন্দর৷

ফেসবুকে মার্সেলা ফার্নান্দা সোলিস ওয়াকার নামের এই যাত্রী বিমান থেকে লাগেজ নামানোর দৃশ্য ধারণ করে শেয়ার করেছেন৷ ক্যাপশন দিয়েছেন, ‘‘এভাবেই নামানো হয় আমাদের প্রিয় লাগেজগুলো৷''

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করে দেন, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি চীনের জিয়ামেন থেকে হংকং আসেন৷

ভিডিওতে দেখা যায়, বেল্টে আসা একের পর এক লাগেজ সামনের ডেলিভারি ভ্যানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন এ কাজে নিয়োজিত দুই ব্যক্তি৷ এমনকি বেশ কয়েকটি লাগেজে ‘ফ্র্যাজাইল' বা ‘ভঙ্গুর' স্টিকার লাগানো থাকার পরও সেগুলোকেও ছুঁড়ে ফেলা হয় একইভাবে৷

২৬ সেপ্টেম্বর শেয়ার করা এই ভিডিও এক সপ্তাহে দেখেছেন ৫৫ লাখেরও বেশি মানুষ৷ প্রায় এক লাখ শেয়ারের পাশাপাশি কমেন্ট করেছেন আট হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী৷

ভিডিওটি ভাইরাল হওয়ার পর টনক নড়ে বিমানবন্দর কর্তৃপক্ষের৷ যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি, এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য