1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দৌড়ে গিয়ে কি বিমানে চড়া যায়?

২১ নভেম্বর ২০১৮

সেই চেষ্টাই করেছিলেন তিনি৷ সময়মত বোর্ডিংগেটে পৌঁছাতে পারেননি৷ তারপরও এক দৌড়ে বিমানে ওঠার আসায় চলে গিয়েছিলেন উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানটির কাছে৷ কিন্তু তাঁর আশা পূরণ হয়নি৷

https://p.dw.com/p/38fb6
Indonesische Luftlinie Lion Air, Boeing 737
ছবি: picture-alliance/E. Thompson

ইন্দোনেশিয়ার বালির বিমানবন্দরে ঘটেছে ঘটনাটি৷ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হেনা নামের এক নারী রবিবার সকালে সময়মত বিমানে ওঠার জন্য বোর্ডিং গেটে পৌঁছাতে পারেননি৷ এমনকি তিনবার তাঁর নাম ধরে ডেকেও খোঁজ পায়নি বিমান কর্তৃপক্ষ৷ তবে বিমান উড্ডয়নের দশমিনিট আগে হঠাৎ উদয় হন তিনি৷ শুধু তাই নয়, তিনি বোর্ডিং গেটের নিরাপত্তা বলয় ডিঙ্গিয়ে বিমানে উঠতে দৌঁড়ও দেন৷

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা অবশ্য নারী যাত্রীর সেই চেষ্টা প্রতিরোধ করেছেন৷ তবে, তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম৷ বরং পরের ফ্লাইটে তাঁকে যাত্রা করার সুযোগ করে দেয়া হয়েছে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য