1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলেই থাকতে হবে অর্ণবকে

১০ নভেম্বর ২০২০

হাইকোর্টেও অর্ণবের জামিনের আবেদন মঞ্জুর হলো না। অন্য দিকে রিপাবলিক টিভির আরো এক কর্মকর্তা গ্রেফতার।

https://p.dw.com/p/3l5We
ছবি: AFP via Getty Images

জেলেই থাকতে হবে রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক অর্ণব গোস্বামীকে। বম্বে হাইকোর্টেও তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিম্ন আদালতের নির্দেশই বহাল থাকবে। অর্ণবকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাজ্যের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। অন্য দিকে, টিআরপি জালিয়াতির মামলায় অর্ণবের রিপাবলিক টিভির আরো এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

হাই প্রোফাইল সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতার নিয়ে এখন তুমুল উত্তেজনা মহারাষ্ট্রে। গত সপ্তাহে তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে পুলিশ অর্ণবকে গ্রেফতার করেছিল। ২০১৮ সালে এক আর্কিটেক্ট এবং তাঁর মায়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল অর্ণবের। অভিযোগ, আর্কিটেক্ট তাঁর সুইসাইড নোটে অর্ণবকে মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। যদিও সে সময় মহারাষ্ট্রে বিজেপি শাসিত সরকার ছিল। অর্ণবের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগও আছে। ফলে ২০১৮ সালেই সাময়িক ভাবে পুলিশ সেই মামলা বন্ধ করে দিয়েছিল। উদ্ধব ঠাকরের সরকার ক্ষমতায় আসার পরে ফের নতুন করে সেই মামলা চালু করা হয়। তারপরেই অর্ণবকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

গ্রেফতার হওয়ার পরে নিম্ন আদালত অর্ণবকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অর্ণব অবশ্য প্রথম থেকেই তাঁর উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়েই তিনি হাইকোর্টে আপিল করেছিলেন। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে।

অর্ণবের বিরুদ্ধে আরো অভিযোগ এনেছে মুম্বই পুলিশ। অভিযোগ, জেলে নিয়ে যাওয়ার আগে একটি স্কুলে তৈরি হওয়া আইসোলেশন সেন্টারে তাঁকে রাখা হয়েছিল। অর্ণব সেখান থেকে লাগাতার তাঁর ফোন ব্যবহার করেছেন। পরে তাঁর কাছ থেকে জোর করে ফোন নিয়ে নেওয়া হয়। আপাতত তাঁকে পাঠানো হয়েছে তালোজা জেলে।

অর্ণবকে যাতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়, এই আর্জি নিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যপাল। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়ে বলেছেন, জেলে অর্ণবের অধিকার যাতে রক্ষিত হয়, তা দেখা হবে।

এ দিকেরিপাবলিক টিভির বিরুদ্ধে আগেই টিআরপি জালিয়াতির মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় রিপালবলিক টিভির এক উচ্চপদস্থ কর্মকর্তাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, টিআরপি বাড়ানোর জন্য অসৎ পথ অবলম্বন করেছে রিপাবলিক টিভি সহ আরো বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল।

এসজি/জিএইচ (পিটিআই)