1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিপাবলিক টিভির সঙ্গে পুলিশের নতুন বিতর্ক

৯ অক্টোবর ২০২০

ফের মুম্বই পুলিশের সঙ্গে বিতর্কে জড়ালো রিপাবলিক টিভি। পুলিশের অভিযোগ তারা অবৈধ ভাবে টিআরপি বাড়ায়। 

https://p.dw.com/p/3jf3u
ছবি: Getty Images/AFP/S. Jaiswal

কিছু দিন আগে মুম্বইয়ে রিপাবলিক টিভির দুই সাংবাদিককে গ্রেফতার করেছিল পুলিশ। যা নিয়ে ওই টেলিভিশন সংস্থার সঙ্গে তীব্র বিতর্ক হয়েছিল মুম্বই পুলিশের। এ বার ফের রিপাবলিক টিভি সহ আরও দুইটি সংবাদ সংস্থার সঙ্গে নতুন বিতর্কে জড়ালো মুম্বই পুলিশ। অভিযোগ গুরুতর। অবৈধ ভাবে নিজেদের রেটিং বা টিআরপি বাড়িয়েছে ওই টেলিভিশন চ্যানেলগুলি। ভারতীয় আইন অনুযায়ী যা ফৌজদারি বা ক্রিমিনাল অপরাধ।

বছরখানেক আগে টাইমস নাও চ্যানেল ছেড়ে রিপাবলিক টিভি তৈরি করেছেন সাংবাদিক অর্ণব গোস্বামী। ওই সংবাদমাধ্যমেরঅন্যতম ডিরেক্টর তিনি। বিরোধীদের অভিযোগ, বিজেপির হয়ে প্রচার করে ওই চ্যানেলটি। অভিযোগ, বিজেপি নেতার টাকাও আছে ওই চ্যানেলে। অর্ণব অবশ্য কখনোই সে অভিযোগ মানতে চাননি। বরং বরাবরই প্রচার করেছেন, তাঁর তৈরি রিপাবলিক টিভি গত দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছে। হিন্দি এবং ইংরাজি দুইটি চ্যানেলই এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে শীর্ষে।

এই পরিস্থিতির মধ্যেই গত কয়েক মাস ধরে দুইটি মামলায় সরব হয়েছিল রিপাবলিক টিভি এবং অর্ণব গোস্বামী। এক, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং দুই, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মুম্বইয়ের শিবসেনা পরিচালিত সরকারের দ্বন্দ্ব। বিরোধীদের অভিযোগ, দুইটি মামলাতেই বিজেপির সরাসরি ইন্ধন রয়েছে। সুশান্ত সিং রাজপুতের ঘটনাকে সামনে রেখে বিজেপি বিহার নির্বাচন জিততে চাইছে আর কঙ্গনা রানাওয়াত ঘোষিত বিজেপি সমর্থক। নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনাও আছে।

কঙ্গনার সঙ্গে মুম্বই সরকারের বিরোধ যখন চরমে, তখন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ফার্ম হাউসে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন রিপাবলিক টিভির দুই সাংবাদিক। পুলিশের অভিযোগ, নিষেধ সত্ত্বেও তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেন। সে কারণেই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ আদৌ এ ভাবে সাংবাদিকদের গ্রেফতার করতে পারে কি না, তা নিয়ে সে সময় প্রশ্ন উঠেছিল। পরে ওই সাংবাদিকরা ছাড়া পেয়ে গেলেও মুম্বই পুলিশের সঙ্গে রিপাবলিক টিভির দ্বন্দ্ব অব্যাহত ছিল।

এ বার সেই দ্বন্দ্বেই নতুন মাত্রা যোগ করল মুম্বই পুলিশ। হংস নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে নেমে পুলিশ জানতে পেরেছে, রিপাবলিক টিভি অবৈধ ভাবে টিারপি বাড়ায়। সাধারণত দেশের সমস্ত চ্যানেলের টিআরপি নির্ধারণ করে বার্ক বলে একটি সংস্থা। অভিযোগ, বার্কের নথি জাল করে নিজেদের টিআরপি বাড়িয়ে দেখায় রিপাবলিক টিভি। মুম্বই পুলিশের দাবি, তাদের হাতে এ বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। মুম্বই পুলিশের দাবি, পয়সা দিয়ে রিপাবলিক টিভি দেখার ব্যবস্থা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘ দিন ধরেই বহু অভিযোগ। বিশেষজ্ঞদের অনেকেই বলেন, কোনো কোনো সংবাদমাধ্যম দলের প্রচারকের ভূমিকা পালন করে। অন্য দিকে, সংবাদমাধ্যমের সঙ্গে সরকার এবং পুলিশের আচরণ নিয়েও বহু প্রশ্ন ওঠে। সংবাদমাধ্যম কতটা স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পায়, তা নিয়েও বিস্তর আলোচনা হয়। সেই পরিস্থিতিতে মুম্বই পুলিশের সঙ্গে রিপাবলিক টিভির নতুন এই দ্বন্দ্ব সার্বিক বিতর্কেই আলাদা মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এসজি/জিএইচ (পিটিআই)