1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুম্বই হত্যাযজ্ঞের একমাত্র জীবিত আসামি কাসাবের শুনানি শুরু

১৮ অক্টোবর ২০১০

মুম্বই শহরে ২০০৮ সালের সেই নৃশংস হত্যাযজ্ঞের একমাত্র জীবিত আসামি আজমল আমির কাসাবের শুনানি শুরু হয়েছে সোমবার৷ দু’জন বিচারকের একটি বেঞ্চ কড়া নিরাপত্তার ভেতরে এই শুনানি শুরু করলেন৷

https://p.dw.com/p/PgaT
Pakistan, Ajmal, Kasab, Mumbai, India, Court, মুম্বই, কাসাব,
মুম্বই সন্ত্রাসী হামলার ধৃত আসামি আজমল কাসাবছবি: AP

উল্লেখ্য, ২৬-১১ এর মুম্বই সন্ত্রাসী হামলার ধৃত আসামি পাকিস্তানি নাগরিক আজমল কাসাবের বিরুদ্ধে আনীত ৮৬টি অভিযোগের সবকটিতেই তাঁকে দোষী সাব্যস্ত করেন মুম্বই-এর বিশেষ আদালতের বিচারপতি এম.এল তাহিলিয়ানি৷

মুম্বই-এর একটি কোর্ট কাসাবকে ১৬৬ জন নিরাপরাধ মানুষকে হত্যা এবং আরো শতাধিককে আহত করার দায়ে মে মাসের ৬ তারিখে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল৷ হামলায় নিহত ১৬৬ জনের মধ্যে ২৫ জন ছিলেন বিদেশি৷

আজমল কাসাবের অপর নয় সঙ্গী তিনদিনব্যাপী চলা সেই বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ কাসাব এই নৃশংস হত্যাযজ্ঞের একমাত্র জীবিত অভিযুক্ত এবং তার বিরুদ্ধে এই ১৬৬ জন নিরাপরাধ মানুষকে হত্যা সহ ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং আরো ৮৪টি অভিযোগ আনা হয়েছিল৷

উল্লেখ্য, মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে ভারতীয় আইনে প্রথমত হাইকোর্টের একটি রায়ের পর সুপ্রিমকোর্ট এবং সবশেষে চূড়ান্ত অনুমোদনের জন্য সেদেশের রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়৷

পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা'র সঙ্গে জড়িত ২২ বছরের সন্ত্রাসী আজমল কাসাবের শুনানির বিষয়টি সরাসরি হাজিরার মাধ্যমে হয়নি৷ নিরাপত্তার কারণে মুম্বইয়ের কেন্দ্রীয় কারাগারে আটক আজমল কাসাবের সাক্ষ্য ভিডিওলিঙ্কের মাধ্যমে কোর্টের কাছে উপস্থাপিত হয়৷ সাধারণত মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের ক্ষেত্রে শুনানির সময় তাদেরকে সরাসরি কোর্টের সামনে হাজির করাটাই বিধান৷

জানা গেছে, তার প্রাণনাশের আশঙ্কা থাকাতেই কোর্টের কাছে ভিডিওলিঙ্কের মাধ্যমে তার বক্তব্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে৷ এই শুনানির পর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত করতে আদালত কাসাবের পক্ষ থেকে আপিল আশা করছে৷

এদিকে কাসাবের আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল আজমল আমির কাসাবের বিরুদ্ধে আনীত অভিযোগগুলি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলার অংশ নয়৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য