1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন গোয়েন্দার হাতে হয়রানির শিকার এক নার্স

৪ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয় হাসপাতালের নার্স অ্যালেক্স উবেলসকে হয়রানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ অ্যালেক্সকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের পর সমালোচনার মুখে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন ঐ গোয়েন্দা৷

https://p.dw.com/p/2jIgY
Frau in Küche mit Laptop
প্রতীকী ছবিছবি: Colourbox/Andy Dean Photography

সল্টলেক সিটি পুলিশ ডিটেকটিভ জেফ পাইনি একটি গুরুতর আহত রোগীর রক্তের নমুনা নিতে চাইছিলেন৷ কিন্তু ঐ গোয়েন্দার কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না৷ আর রোগীটি ছিলেন অচেতন৷ এই অবস্থায় ঐ রোগীর রক্তের নমুনা দিতে অস্বীকার করেছিলেন নার্স অ্যালেক্স৷ তিনি জানিয়েছিলেন হাসপাতালে এ ধরনের কোনো নীতিমালা নেই, এমনকি সাংবিধানিক আইনের লঙ্ঘন এটি৷ তখন ডিটেকটিভ জেফ পাইনি ঐ নার্সকে হুমকি দেন রাজি না হলে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে৷

নার্স অ্যালেক্স উবেলস প্রথমে খুব নম্রভাবে পরিস্থিতি সামাল দিতে চান৷ তিনি তার সুপারভাইরকে ফোনে কথা বলতে বলেন ডিটেকটিভের সঙ্গে৷ সুপারভাইজারও বলেন ঐ গোয়েন্দা বড় ধরনের ভুল করছেন এবং তিনি এভাবে একজন নার্সকে হুমকি দিতে পারেন না৷ এরপর পাইনি অ্যালেক্সের হাত পেছনে মুড়ে ভবনটির বাইরে নিয়ে যায় এবং হাতকড়া পরিয়ে দেয়৷ অ্যালেক্স সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন৷ তখন ঐ গোয়েন্দা তাকে একটি গাড়িতে (পুলিশের গাড়ি নয়) ঢুকিয়ে দেয়৷ ঐ বিশ্ববিদ্যালয়ের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেনি৷

সিসি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ার পর কেউ সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধমে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়৷ নিন্দা ও সমালোচনার ঝড় উঠে ঐ গোয়েন্দার বিরুদ্ধে৷ অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং তাকে বরখাস্ত করার দাবি উঠে৷ এরপরই অবশ্য নার্সকে ছেড়ে দেয়া হয়৷ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান