1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডালিম থেকে খোসা ছাড়ানোর অসাধারণ কৌশল

১০ জানুয়ারি ২০১৮

ডালিম সবারই কমবেশি পছন্দ৷ কিন্তু খাওয়ার আগে খোসা ছাড়াতে গিয়েই বিপাকে পড়েন অনেকে৷ খুব সহজে খোসা ছড়ানোর কৌশলের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে৷

https://p.dw.com/p/2qadg
Granatapfel
ছবি: picture-alliance/PIXSELL/G. Jelavic

রসালো ফল ডালিম কিংবা বেদানার খোসা ছাড়ানোর একটি ভিডিওচিত্র ‘মি.ব্রেইন' নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গত বছরের অক্টোবরের শেষে৷ ইতিমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ষোলো মিলিয়ন, অর্থাৎ এক কোটি ষাট লাখেরও বেশি বার৷ এছাড়া ভিডিওটিতে লাইক দিয়েছেন ৬৬ হাজার জন আর মন্তব্য রয়েছে চার হাজারটিরও বেশি৷

তবে এ ভিডিওটিকে পছন্দ করার পাশাপাশি অনেক মানুষ একে অপছন্দও করেছেন৷ ভিডিওটির ডিজলাইক বাটনে ক্লিক করেছেন ৪৫ হাজারেরও বেশি মানুষ৷ বেশিরভাগ মন্তব্যকারীই একটি বিষয় তুলে ধরেছেন যে, ডালিমের খোসা ছড়ানোর এ কৌশলটি বেশ পুরনো৷ অনেকে আবার ভিডিওটির থাম্বনেইলে ব্যবহৃত ছবির সঙ্গে ভিডিওর মিল না পেয়ে সমালোচনাও করেছেন৷ 

এমএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান