1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুপায়ে হাঁটছে কুকুর

২২ নভেম্বর ২০১৭

প্রশিক্ষণ পেলে প্রাণীরা কত কি-ই না করতে পারে৷ ‘এক্সপ্লোর হংকং বাই রাইজিং মুন টিবেটান’ নামের এক ফেসবুক পাতায় দুপায়ে হাঁটতে পারা একটি কুকুরের ভিডিও আপলোড করা হয়েছে৷ বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে সেটি৷

https://p.dw.com/p/2o1p5
Deutschland Leipzig World Dog Show
ছবি: picture-alliance/dpa/H. Schmidt

প্রশিক্ষণ পেলে প্রাণীরা কত কি-ই না করতে পারে৷ ‘এক্সপ্লোর হংকং বাই রাইজিং মুন টিবেটান’ নামের এক ফেসবুক পাতায় দুপায়ে হাঁটতে পারা একটি কুকুরের ভিডিও আপলোড করা হয়েছে৷ বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে সেটি৷

ভিডিওর শুরুতে দেখা যায়, একটি পুডল দুপায়ে জুতো পড়ে দিব্বি মানুষের মতো হাঁটছে আর তার হাত ধরে আছে ছোট্ট এক শিশু৷ দু'জনের কাঁধেই ব্যাগ৷ পুরো ভিডিও জুড়ে বেশ কয়েকটি পরিস্থিতিতে কুকুরটিকে হাঁটতে দেখানো হয়েছে৷

নভেম্বরের ১১ তারিখ আপলোড করা এই ভিডিও এর মধ্যে প্রায় ১১ লক্ষবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে ৪৫ হাজারেরও বেশিবার৷ তবে অনেকেই মন্তব্য করেছেন, পশুদের দিয়ে স্বভাববিরুদ্ধ কাজ করাতে গিয়ে অনেকেই অকথ্য নির্যাতন চালায় যা বন্ধ হওয়া উচিত, প্রত্যেক প্রাণীকে বাঁচতে দেয়া উচিত তার নিজস্বতা নিয়ে৷

আরএন/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য