1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপ্লবের মধ্যেই বিয়ে, চলছে সরকার-বিরোধী সংলাপ

৭ ফেব্রুয়ারি ২০১১

নানা বাস্তব কারণে মিশরের গণবিক্ষোভ ক্রমশঃ স্তিমিত হয়ে যাবে – অনেক মহলে এমনটা ধরে নেওয়া হলেও সোমবারও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অটল রয়েছেন৷ কায়রোর তাহরির স্ক্যোয়ারে রাত কাটিয়েছেন অসংখ্য মানুষ৷

https://p.dw.com/p/10CPq
President, Husni, Mubarak, সমাধান, শীর্ষ নেতা, Egypt, Crisis, Revolution, Protest, Rally, Tank, বিক্ষোভ, মুবারক, প্রেসিডেন্ট, সংসদ, স্পিকার
সমাধানের খোঁজে দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন মুবারক (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

স্বতঃস্ফূর্ত বিক্ষোভ

মিশরের রাজপথে বিক্ষোভ শুরু থেকেই ছিল স্বতঃস্ফূর্ত – রাজনৈতিক দলগুলি সেখানে গৌণ ভূমিকা পালন করেছে৷ কিন্তু বর্তমান অচলাবস্থা কাটাতে কোনো না কোনো পর্যায়ে সংলাপের প্রয়োজন রয়েছে৷ বিক্ষোভকারীদের অনেকেই ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান ও বিরোধী দলগুলির মধ্যে আলোচনার বিরোধিতা করছে৷ তাদের দাবি, সবার আগে অবিলম্বে প্রেসিডেন্ট হোসনি মুবারককে পদত্যাগ করতে হবে৷ তাছাড়া মুবারকের ঘনিষ্ঠ হিসেবে সুলেইমানকেও তারা বিশ্বাস করতে প্রস্তুত নয়৷ দীর্ঘ ২ সপ্তাহ ধরে একসঙ্গে বিক্ষোভ দেখিয়ে মানুষের মধ্যে সংহতির এক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে৷ এমনকি এক তরুণ দম্পতি তাহরির স্ক্যোয়ারেই বিয়ে করেছেন৷ বিক্ষোভ সত্ত্বেও সোমবার কায়রোর জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে৷

সরকার ও বিরোধীদের সংলাপ

স্বৈরচারী ব্যবস্থা থেকে দেশকে দ্রুত গণতান্ত্রিক কাঠামোর পথে নিয়ে যেতে আপাতত মুবারককে ক্ষমতায় রাখা প্রয়োজন – এমনটাই দাবি করছে বর্তমান প্রশাসন৷ কারণ সেদেশের বর্তমান সংবিধান অনুযায়ী এই কাজ একমাত্র প্রেসিডেন্টই করতে পারেন৷ অন্যদিকে বিরোধীদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনতে হবে৷ প্রথমত, যে কোনো প্রার্থী যাতে নির্বাচনে অংশ নিতে পারে, তার ব্যবস্থা করতে হবে৷ দ্বিতীয়ত প্রেসিডেন্টের কার্যকাল সীমিত করে দিতে হবে, যাতে তিনি দুই বারের বেশি ক্ষমতায় না আসতে পারেন৷ তৃতীয়ত নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিচার বিভাগের ক্ষমতা বাড়াতে হবে, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার নিয়ম বদলাতে হবে৷ এছাড়া কিছু মৌলিক পরিবর্তনেও দাবি জানাচ্ছে বিরোধীরা, যেমন রাজনৈতিক দল গঠনের উপর বাধানিষেধ শিথিল করা৷

Flash-Galerie Ägypten Kairo Demonstration Regisseur
সমঝোতা আলোচনা চললেও এখনও রাজপথ ছাড়ছে না বিক্ষোভকারীরাছবি: DW

মুবারকের বিদায়ের চিত্রনাট্য

মান-সম্মান বাঁচিয়ে প্রস্থানের সুযোগ করে দিতে মুবারককে স্বাস্থ্যগত কারণে জার্মানি পাঠানোর কথা চলছে৷ এর আগে তিনি বেশ কয়েকবার চিকিৎসার জন্য জার্মানি গিয়েছিলেন৷ ফলে নতুন চেক-আপ'এর জন্য আবার সেখানে যেতেই পারেন৷ কিন্তু আজ জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি বা ব্যক্তিগত পর্যায়ে এই মর্মে কোনো অনুরোধ আসে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান