1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সরকারের সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করলো বিরোধীরা

৭ ফেব্রুয়ারি ২০১১

মিশরে সরকারের সঙ্গে আলোচনা করে খুশি হল না বিরোধীরা৷ তাই বলে আলোচনা থেকে এখনই সরে আসছে না তাঁরা৷ এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের আহ্বান জানিয়েছেন৷

https://p.dw.com/p/10BpM
তাহরির চত্বরে বিক্ষোভ চলছেইছবি: picture-alliance/dpa

আলোচনা

মোট ছয়টি বিরোধী গোষ্ঠী সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল৷ এর মধ্যে ‘মুসলিম ব্রাদারহুড'-ও ছিল৷ যে দলটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এবং পশ্চিমা বিশ্বের অনেকের আশঙ্কা, মুবারক চলে গেলে এই দলটি মিশরকে ইরানের মত দেশে পরিণত করতে পারে৷ তবে দলটির গুরুত্বের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকেই ব্রাদারহুডকে আলোচনায় ডাকা হয়েছিল৷ এবং আলোচনায় তাদের অংশ নেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্বয়ং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ তবে আন্দোলনের সময় জনপ্রিয় হয়ে ওঠা বিরোধী নেতা এল বারাদেইকে আলোচনায় ডাকে নি সরকার৷ কেন, সেটা অবশ্য জানা যায় নি৷

আলোচনার পর ব্রাদারহুডের অন্যতম শীর্ষ নেতা সাংবাদিকদের বলেছেন, সরকার তাদের বেশিরভাগ দাবিই মানে নি৷ তাই দিনের শুরুতে তাহরির চত্বরে আন্দোলনের গতি একটু থেমে গেলেও রাতের দিকে আবার সেটা ফিরে আসে৷ তবে আলোচনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করতে রাজনৈতিক নেতা ও বিচারকদের সমন্বয়ে একটি কমিটি গঠনে বিরোধীরা একমত হয়েছেন৷

NO FLASH Ägypten Proteste
ছবি: picture alliance/dpa

প্রেসিডেন্ট ওবামা

ফক্স টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি মিশরে ‘এখনই' পরিবর্তন চান৷ তবে সেটা মুবারকের পদত্যাগের মাধ্যমে কি না, তা অবশ্য বোঝা যায় নি৷ ওবামা বলেন, একমাত্র মুবারকই জানেন কখন তিনি পদত্যাগ করবেন৷ তবে এটা নিশ্চিৎ যে, মিশর আর আগের অবস্থায় ফিরে যাবে না, বলেন ওবামা৷

মিশর বিষয়ে ওবামার প্রতিক্রিয়া দিন দিন কঠোর হচ্ছে বলে মনে হচ্ছে৷ কারণ ওবামা শুরু করেছিলেন ‘ধারাবাহিক পরিবর্তন'এর আহ্বান জানিয়ে৷ এরপর ‘প্রকৃত গণতন্ত্র' আনার কথা বলেছিলেন৷ তবে মিশরে যে সরকারই আসুক না কেন তার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওবামা৷

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মুবারক কখন সরে যাবেন সেটা ঠিক করবে মিশরের জনগণ৷ তবে তিনি মনে করেন, মুবারক যদি এখনই সরে যায় তাহলে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হতে পারে৷

আরও প্রতিক্রিয়া

স্পেন নির্বাচন এগিয়ে আনার আহ্বান জানিয়েছে৷ আর ক্যানাডা গণতান্ত্রিক সরকারের পক্ষে জনগণের দাবিকে সমর্থন জানিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য