1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০ মাস পর পর্যটকদের জন্য খুলছে অ্যামেরিকা

৮ নভেম্বর ২০২১

করোনা টিকার দুইটি ডোজ নেওয়া থাকলে অ্যামেরিকায় যেতে পারবেন পর্যটকরা। খুলে দেওয়া হচ্ছে সীমান্ত।

https://p.dw.com/p/42htB
অ্যামেরিকা
ছবি: Getty Images/D. Angerer

ডনাল্ড ট্রাম্পের আমলে পর্যটকদের জন্য মার্কিন সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনাবিধি মেনেই সে কাজ করা হয়েছিল প্রায় ২০ মাস আগে। এবার ফের তা সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে দুইটি ডোজ নেওয়া থাকলে তবেই ভিসা দেওয়া হবে। অ্যামেরিকায় ঢোকার আগে করোনা টেস্টও করাতে হবে।

অ্যামেরিকায় যে সমস্ত বিদেশি নাগরিকরা চাকরি করেন, তাদের আগেই ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। অ্যামেরিকায় বসবাসকারী নাগরিকদের পরিবারকেও দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তবে সব দেশের মানুষ এতদিন সেখানে যেতে পারেননি। কোনো কোনো দেশের উপর নিষেধাজ্ঞা ছিল। যুক্তরাজ্য-সহ ৩০টি ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিকরা এতদিন অ্যামেরিকায় যেতে পারছিলেন। করোনার বাড়াবাড়ির জন্যই ওই দেশগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে মার্কিন অভিবাসন দফতর জানিয়েছে।

সীমান্ত খুলে গেলে বিমানসংস্থাগুলি ফের লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি বিমানসংস্থাগুলি।

মার্কিন প্রশাসন জানিয়েছে, সীমান্ত খুলে দেওয়া হলেও পর্যটকদের দুইটি করে করোনার ডোজ থাকতে হবে। অভিবাসনের কাছে তাদের টিকার সনদ দেখাতে হবে। একই সঙ্গে অ্যামেরিকায় ঢোকার আগে করোনার পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। পর্যটকদের গতিবিধি ট্র্যাক করা হবে। যাতে যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাজানিয়েছে, চলতি সময় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। তারই মধ্যে অ্যামেরিকার এই সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে দেশের চিকিৎসকদের একাংশ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)