1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাচ্চাদের করোনার টিকা অ্যামেরিকায়

৩ নভেম্বর ২০২১

অ্যামরিকায় পাঁচ থেকে ১১ বছর বয়সিদের করোনা টিকা দেয়ার চূড়ান্ত অনুমতি। দুই কোটি ৮০ লাখ বাচ্চাকে টিকা দেয়া হবে।

https://p.dw.com/p/42VRp
অ্যামেরিকায় বাচ্চাদের ফাইজারের টিকা দেয়ার অনুমোদন দেয়া হলো। ছবি: JEFF KOWALSKY/AFP

অ্যামেরিকার বাচ্চাদেরও বায়োনটেক-ফাইজার টিকা দেয়া হবে। চূড়ান্ত অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জো বাইডেনের আশা, কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই টিকাদান পর্ব।

অ্যামেরিকার সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি)-র ডিরেক্টর এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমরা জানি, লাখ লাখ বাবা-মা অপেক্ষা করে আছেন, তারা সন্তানদের টিকা দেয়ার জন্য উদগ্রীব। আমরা এখন প্রস্তাব করছি, দুই কোটি ৮০ লাখ বাচ্চা করোনার টিকা নিতে পারবে।''

অ্যামেরিকায় এখন আবার করোনা রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলিতে করোনা রোগী ভর্তির সংখ্যা অনেক বেড়েছে। এই অবস্থায় সিভিসি-র বক্তব্য, বাচ্চাদের আর করোনার ঝুঁকিতে ফেলা ঠিক হবে না। বাচ্চাদের ক্ষেত্রেও করোনার মারাত্মক ঝুঁকি রয়েছে। অন্য রোগের তুলনায় করোনার ঝুঁকি অনেক বেশি।

সিভিসি-র মতে, স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের মনে তার একটা বিরূপ প্রভাব পড়ছে। জো বাইডেনের মতে, এটা খুব বড় সিদ্ধান্ত। এর ফলে বাবা-মায়ের চিন্তা দূর হবে। বাচ্চারাও করোনার হাত থেকে বাঁচবে, তাদের কাছ থেকে অন্যদের করোনা হবে না।

ফাইজার ইতিমধ্যেই রাজ্যগুলিতে পাঠাতে শুরু করেছে। তারা সেই ভ্যাকসিনের প্যাকেটের উপর কমলা রঙের ছাপ দিয়েছে।

অ্যামেরিকার ৫৮ শতাংশ মানুষ এখন ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছে। অন্য অনেক দেশের তুলনায় তারা পিছনে আছে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)