1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোয়াটস অ্যাপের মামলা, কেন্দ্রের মতে, অধিকার চূড়ান্ত নয়

২৭ মে ২০২১

নতুন ডিজিটাল বিধি গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ বলে মামলা করেছে হোয়াটস অ্যাপ। মোদী সরকারের জবাব, কোনো অধিকারই চূড়ান্ত নয়।

https://p.dw.com/p/3u14B
প্রতীকী ছবি। ছবি: picture-alliance/dpa/C. Rehder

মোদাী সরকারের নতুন ডিজিটাল বিধি নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছে হোয়াটস অ্যাপ। কারণ, তারা মনে করছে, এই বিধি চালু হলে তাদের গ্রাহকদের গোপনীয়তার অধিকার থাকবে না। যা তারা চায় না। 

ভারতে হোয়াটস অ্যাপের ৪০ কোটি গ্রাহক আছে। তাদের গোপনীয়তা নিশ্চিত করার পক্ষে হোয়াটস অ্যাপ। তবে ফেসবুক সরকারি বিধি মেনে নিয়েছে। কিন্তু সহযোগী সংস্থা হোয়াটস অ্যাপ তা না মেনে মামলা করেছে। তাদের মতে, নেটমাধ্যমে নজরদারি করে সরকার গোপনীয়তার অধিকার ভাঙছে।

কিন্তু সরকারের মত হলো, কোনো মৌলিক অধিকারই চূড়ান্ত নয়। গোপনীয়তার অধিকারের ক্ষেত্রেও একই কথা খাটে। নাগরিকদের সব অধিকারের ক্ষেত্রেই নিয়ন্ত্রণ থাকা জরুরি।

বুধবার থেকে এই নতুন ডিজিটাল বিধি চালু হয়ে গেছে। সেখানে লেখালেখি বা ভিডিওর উৎস জানাতে হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউব বাধ্য থাকবে। বিরোধীদের অভিযোগ, সরকারি সমালোচনা বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

তবে এই বিধি কেন জরুরি তার ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, সরকার নাগরিকদের গোপনীয়তার অধিকারবজায় রাখতে চায়। কিন্তু জাতীয় নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার দিকটা দেখার দায়িত্বও আছে সরকারের। তার মতে, কোনো অধিকার চূড়ান্ত নয়। অল্পবিস্তর নিয়ন্ত্রণ থাকা দরকার। দেশের স্বার্থ, অখণ্ডতা রক্ষা করা এবং অপরাধীদের শাস্তি দেয়ার জন্য এটা দরকার।

জিএইচ/এসজি(পিটিআই)