1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারিকেন ফ্লোরেন্স: সাংবাদিকের নাটক

১৭ সেপ্টেম্বর ২০১৮

এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হারিকেন ফ্লোরেন্সের খবর প্রচারের সময় টিভিতে এক আবহাওয়াবিদ নাটকীয়ভাবে দুলছেন৷ অথচ পেছনে স্বাভাবিকভাবেই হেটে যাচ্ছেন সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/34yex
USA, Florida | Hurrikan Irma
ছবি: Reuters/C. Barria

ভিডিওটি এতটাই হাসির খোরাক হয়েছে যে, এ নিয়ে রীতিমতো ট্রল করছেন নেটিজেনরা৷ আবহাওয়া বিষয়ক দ্য ওয়েদার চ্যানেলের হয়ে হারিকেন ফ্লোরেন্সের খবর দিচ্ছিলেন মাইক সাইডেল নামের ঐ সাংবাদিক ও আবহাওয়াবিদ৷ নর্থ ক্যারোলাইনার উইলমিংটন থেকে টিভিতে লাইভ দিচ্ছিলেন তিনি৷ 

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বাতাসের তোড়ে দাঁড়াতেই পারছেন না৷ খুব কষ্ট করে দুলতে দুলতে খবর দিচ্ছেন৷ এ পর্যন্ত ঠিকই ছিল৷ হঠাৎ দেখা গেল, তাঁর পেছনে দু'জন লোক খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন৷ বিষয়টি যেমন ব্যাপক হাসির খোরাকের জন্ম দিয়েছে, তেমনি সমালোচনাও করেছেন অনেকে৷ নিন্দুকেরা বলছেন, যতটা ভয়াবহ এই ঘূর্ণিঝড়, মাইক তার চেয়ে বেশি দেখাতে চাইছেন৷

ভিডিওটি শুক্রবার একজন টুইটারে পোস্ট দিলে, তা একদিনেই ১ কোটি ৪০ লাখ বার দেখা হয়ে যায়৷ অনেকে টুইটারে এমন আরো মজার মজার ভিডিও পোস্ট করতে থাকেন৷

জেনিফার নামের এক টুইটার ব্যবহারকারী ওপরের ভিডিওটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘সাংবাদিকদের নাটক করার দরকার নেই৷ সত্য খবরটি দিলেই তো হয়৷''

 

জেডএ/এসিবি