1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনা জিতিয়ে টাকায় ভাসছেন নীরজ

৮ আগস্ট ২০২১

টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। শনিবার জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছেন তিনি৷ অলিম্পিক ইতিহাসে এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো পদক জিতলো ভারত আর প্রথমবারেই জিতে নিলো সোনা৷

https://p.dw.com/p/3yhwN
ছবি: Andrew Boyers/REUTERS

শনিবার ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারকে পেছনে ফেলে স্বর্ণপদক জয় নিশ্চিত করার পর থেকেই অভিনন্দন আর বড় অঙ্কের বোনাস এবং নানা ধরনের অফারের আশ্বাসে ভাসছেন নীরজ চোপড়া৷ ১৯০০ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছিল ভারত। তবে ১৯০৪ থেকে ১৯১২, অর্থাৎ পরের তিন আসরে অংশ নেয়নি৷ ১৯২০ সালের আসর থেকে নিয়মিতই অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং জনবহুল দেশটি৷ ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেও অংশগ্রহণে ধারাবাহিকতা বজায় রেখে এসেছে৷ কিন্তু এত বছরে ব্যক্তিগত ইভেন্টে ভারত সোনা পেয়েছে মাত্র দুটি৷ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এবার সেই কৃতিত্বে ২৩ বছর বয়সি অ্যাথলেট নীরজও ভাগ বাসালেন৷

Olympia 2020 Tokio | Neeraj Chopra, Indien | Speerwurf
চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারকে পেছনে ফেলে স্বর্ণপদক নিশ্চিত করেন নিরজ চোপড়াছবি: Kai Pfaffenbach/REUTERS

নীরজ সোনা জেতায় সাফল্যের সব অতীতকে ম্লান করে এবারের অলিম্পিক আসর শেষ করলো ভারত৷ এ আসরে একটি সোনা, দুটি রূপা এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে মোট সাতটি পদক পদক জিতেছে দেশটি৷

এবার পদক জেতা প্রত্যেক ক্রীড়াবিদই পাবেন মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা৷ আগেই  প্রত্যেক রূপাজয়ীকে ৫৩ হাজার ৭৫০ ডলার আর ব্রোঞ্জজয়ীকে ৩৩ হাজার ৫০০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছিল ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)৷ তবে টাকায় একরকম ভেসে যাচ্ছেন নীরজ চোপড়ারা৷ তার রাজ্য হরিয়ানা তাকে দেবে ৮ লাখ ডলার (ছয় কোটি রুপি)৷ অন্য রাজ্যগুলো চার লাখ ডলার দেবে সব পদকজয়ীকে৷ একটি শীর্ষ স্থানীয় শিক্ষা সংস্থাও সবাইকে দেবে দুই লাখ ৭০ হাজার ডলার করে৷ এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং চেন্নাই সুপার কিংসের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার ডলার করে আর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-এর কাছ থেকে এক লাখ ডলার পাবেন নীরজ৷ শুধু তাই নয়, অনেক প্রতিষ্ঠান বিনা টিকিটে বিমান ভ্রমণ এবং বিলাসবহুল গাড়ি উপহার দেয়ার আশ্বাসও দিয়েছে নীরজ চোপড়া ও অলিম্পিক পদক জেতা বাকি ক্রীড়াবিদদের৷

এসিবি/এফএস (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান