1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ ভারতের

৫ আগস্ট ২০২১

দীর্ঘ ৪১ বছরের অপেক্ষা শেষ। রুদ্ধশ্বাস ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে হকিতে ব্রোঞ্জ পেল ভারত।

https://p.dw.com/p/3yZ1u
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ-জয়ী ভারতীয় হকি দল। ছবি: John Locher/AP Photo/picture alliance

তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভারত বা জার্মানি কেউই প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি হয়নি। আক্রমণাত্মক খেলেছে দুই দল। নয়টি গোল হয়েছে। সবমিলিয়ে অসাধারণ খেলেই জয় পেয়েছে ভারত।

ম্যাচের শুরুতে অবশ্য জার্মানি এগিয়ে যায়। প্রথম কোয়ার্টারে জার্মানি এক গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই গোল শোধ দেন সিমরনজিৎ।

কিন্তু জার্মানি এরপর দুইটি গোল করে। ভারত ১-৩-এ পিছিয়ে পড়ে। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে আক্রমণে যায় ভারত। দুই গোল শোধ করে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনান্টি কর্নার পায় ভারত। রূপিন্দর গোল করেন। তারপর আরো একটি গোল করে লিড ৫-৩-এ নিয়ে যায় ভারত।

Tokio 2020 | Hockey | Bronze für Indien | Enttäuschung für Deutschland
জয়ের পর ভারতের গোলরক্ষক শ্রীজেশ ও সুরিন্দর কুমার।ছবি: John Minchillo/AP Photo/picture alliance

জার্মানি এরপর একটি গোল দিলেও ভারতকে ছুঁতে পারেনি। তারা শেষ মিনিটেও পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।

সেই মস্কো অলিম্পিকে সোনা পেয়েছিল ভারতের হকি দল। তারপর অলিম্পিকে আর কোনো পদক আসেনি। অবশেষে সেই খরা কাটল। অলিম্পিকে হকিতে মোট ১২টি পদক হলো ভারতের। তার মধ্যে আটবার সোনা, একবার রুপো ও তিনবার ব্রোঞ্জ। এরপরই আছে জার্মানি, যারা চারবার সোনা জিতেছে।

ব্রোঞ্জ জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সব গুরুত্বপূর্ণ রাজনীতিক, ক্রীড়াবিদ, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষেরা টুইট করেন। প্রধানমন্ত্রী বলেছেন, হকি দলের জন্য পুরো ভারত গর্বিত। একইরকমভাবে রাহুল বলেছেন, হকি দলের জয়ে তিনি গর্ব অনুভব করছেন। তারা দেশকে গর্বিত করেছে।

Tokio 2020 | Hockey | Bronze für Indien | Enttäuschung für Deutschland
হারের পর হতাশ জার্মানির দুই প্লেয়ার। ছবি: John Minchillo/AP Photo/picture alliance

আরো একটি পদক নিশ্চিত

হকি দল ব্রোঞ্জ পাওয়ায় ভারতের ঝুলিতে এখন মোট চারটি পদক। একটি রুপো, তিনটি ব্রোঞ্জ। আরো একটি পদক অন্তত পাচ্ছে ভারত। কুস্তিতে রবিকুমার দাহিয়া ফাইনালে উঠেছেন। ফলে তিনি সোনা বা রুপো পাবেন।

পদক তালিকায় এক নম্বরে চীন। তারা ৩২টি সোনা পেয়েছে। ২৭টি সোনা নিয়ে অ্যামেরিকা দ্বিতীয়। তবে তারা সব চেয়ে বেশি পদক পেয়েছে। তিনে জাপান। জার্মানি সাত নম্বরে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, পিটিআই)