1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবধান! অসুস্থ খুনি ঘুরে বেড়াচ্ছে কোলনে

৮ এপ্রিল ২০১৯

জার্মানির কোলন শহরে ঘুরে বেড়াচ্ছেন মানসিকভাবে অসুস্থ এক খুনি৷ তিনি মানসিকভাবে অসুস্থদের রাখার এক স্থান থেকে পালিয়েছেন জানিয়েছে পুলিশ৷ তাকে দেখামাত্র পুলিশকে জানাতে এবং তার কাছ থেকে দূরে থাকতে সবার প্রতি আহ্বান পুলিশের৷

https://p.dw.com/p/3GSBn
Symbolbild Polizei in Lübeck Schleswig Holstein
ছবি: Imago/54 Grad/F. Koenig

জার্মানির কোলন শহরের পুলিশ রবিবার জানিয়েছে যে তাঁরা এক মানসিকভাবে অসুস্থ খুনিকে খুঁজছেন, যিনি মানসিক ওয়ার্ড থেকে পালিয়েছেন৷ ওয়ার্ডটির কর্তৃপক্ষ অটো ক্র্যুগার নামের সেই ব্যক্তিকে অল্পসময়ের জন্য বাইরে বের হওয়ার অনুমিত দিয়েছিল৷ কিন্তু, তিনি যে সময়ের মধ্যে ফেরার কথা ছিল, সেই সময়ের মধ্যে ফেরেননি৷

ইতোমধ্যে ক্র্যুগারের ছবি এবং বিস্তারিত তথ্য  ইন্টারনেটে প্রকাশ করেছে পুলিশ৷ আর জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে যে, তাকে দেখামাত্র যাতে পুলিশকে জানানো হয়৷

পাশাপাশি কেউ যাতে তাকে দেখে তার কাছাকাছি না যায় বা তাকে আটকানোর চেষ্টা না করে সেই অনুরোধও করেছে পুলিশ৷ তিনি ঔষুধের উপর নির্ভরশীল৷ এবং ঠিকভাবে ঔষুধ গ্রহণ না করলে ও মদ্যপান করে থাকলে অত্যন্ত উগ্র আচরণ করতে পারেন৷

উল্লেখ্য, জার্মানির বন শহরের দক্ষিণে অবস্থিত বাড গোডেসবার্গে এক প্রতিবেশীকে লাথি মেরে হত্যার দায়ে ১৯৯৯ সাল থেকে তিনি একটি মানসিক রোগীদের কেন্দ্রে রয়েছেন৷ এর আগে ২০১৪ সালে সেখান থেকে একবার পালিয়েছিলেন ক্র্যুগার৷

জেনিফার কামিনো গঞ্জালেস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য