1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিগ্রিস

সমলিঙ্গের বিয়েকে আইনি স্বীকৃতি দিলো গ্রিস

১৬ ফেব্রুয়ারি ২০২৪

সংসদে এই বিষয়ে একটি বিল পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, সমলিঙ্গ বিয়েকে আইনি বলে গন্য করা হবে। বাচ্চাও দত্তক নেয়া যাবে।

https://p.dw.com/p/4cSRL
এথেন্সে প্রাইড ফ্ল্য়াগ গায়ে জড়িয়ে আছেন দুইজন।
আইনে সমলিঙ্গের দম্পতিকে সন্তান দত্তক নেয়ার অদিকারও দেয়া হয়েছে। ছবি: Aris Messinis/AFP/Getty Images

তিনশ সদস্যের পার্লামেন্টে বিলের পক্ষে ১৭৬টি ভোট পড়েছে। গ্রিসই হলো প্রথম রক্ষণশীল খ্রিস্টান দেশ, যারা সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিলো।

বার্তাসংস্থা রয়টার্সকে রেইনবো ফ্যামিলিসের প্রধান স্টেলা বেলিয়া বলেছেন, ''এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আজ আনন্দ করার দিন।"

প্রধানমন্ত্রী মিৎসোতাকিস বলেছেন, ''মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সুদূরপ্রসারী সিদ্ধান্ত।'' গ্রিস হলো ইইউ-র ১৬ তম দেশ, যারা সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিলো।

দত্তক নেয়ার অধিকার

এই বিলে সমলিঙ্গ দম্পতিকে সন্তান দত্তক নেয়ার অধিকার দেয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ''বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, বেড়াতে নিয়ে যাওয়া, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, হাসপাতালে নিয়ে যাওয়ার অধিকার তাদের দেয়া হচ্ছে।''

এথেন্সে পার্লামেন্টের সামনের ছবি।
পার্লামেন্টের সামনে এলজিবিটিকিউপ্লাস-দের উচ্ছ্বাস। ছবি: Louisa Gouliamaki/REUTERS

তবে পুরুষ দম্পতিরা সারোগেসির মাধ্যমে বাচ্চা করতে পারবে না। তবে যে সব মেয়েরা স্বাস্থ্য়ের কারণে বাচ্চার জন্ম দিতে পারছে না, তাদের এই অধিকার থাকবে।

কারা পক্ষে ভোট দিলো?

মিৎসোতাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি, বামপন্থিরা এবং বিরোধী দল সইরিজা বিলের পক্ষে ভোট দিয়েছে।

বামপন্থি দল ফ্রিডম পার্টির নেতা স্পাইরস বিবিলিয়াস বলেছেন, ''এই আইন সব সমস্যার সমাধান করতে পারবে না। তবে এটা পরিবর্তনের শুরু।''

তবে দক্ষিণপন্থি দলগুলি এবং কমিউনিস্ট পার্টি অফ গ্রিস বিলের বিরোধিতা করেছে

গ্রিসের অর্থডক্স চার্চের আর্চবিশপ এই বিলের নিন্দা করেছেন।

পার্লামেন্টের বাইরে একদিকে যেমন রেনবো পতাকা হাতে বিলের সমর্থকরা ছিলেন, আবার বিরোধীরাও ছিলেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)