1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ধ্যা ছয়টার পর বের হতে মানা

১০ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ সরকার ছুটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি এ সময় সন্ধ্যা ছয়টার পর ঘরের বাইরে না যাওয়ার নির্দেশও জারি করেছে৷

https://p.dw.com/p/3akYH
ছবি: DW/H. U. R. Swapan

এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুক্রবার এক আদেশ জারি করে এসব নির্দেশনা দেওয়া হয় বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

ওই আদেশপত্রে কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষ যে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো:

>> করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে৷

>> অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না৷

>> সন্ধ্যা ছয়টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না৷ এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

>> এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো৷

>> বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে৷

তবে,  জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না৷

এছাড়া, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে৷ জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে৷ প্রয়োজনে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে৷

মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে৷ জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও আদেশে বলা হয়৷

বাংলাদেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় প্রেক্ষিতে শুক্রবার সরকার চতুর্থ দফায় ছুটি বাড়িয়েছে৷

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা নতুন ছুটির আদেশে বলা হয়, আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল৷ সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে৷

এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান