1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো দৃষ্টান্ত

১৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত’র পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশীল সামাজের প্রতিনিধিরা৷ তাঁরা মনে করছেন, এটা গণতন্ত্রের জন্য একটি ভালো দৃষ্টান্ত৷ এতে করে জবাবদিহিতার জায়গা সৃষ্টি হলো৷

https://p.dw.com/p/14eoN
ছবি: DW

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনায়, তাঁর নিজের পদত্যাগের বিষয়টি নীলকন্ঠের সঙ্গে তুলনা করেন৷ আর বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বললেন, এটি একটি ভালো দৃষ্টান্ত৷ তিনি আশা করেন, এখন তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে হবে৷

আর টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রেলমন্ত্রী পদত্যাগ করে রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন৷ এতে জবাবদিহিতার জায়গা তৈরি হল৷ ভবিষ্যতে সরকারি ও বিরোধী উভয়ই দলই এই দৃষ্টান্ত অনুসরণ করবেন বলে তাঁর আশা৷

Sultana Kamal
সুলতানা কামালছবি: Ain o Shalish

এদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, রেলমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পুরো সরকারই দুর্নীতিবাজ৷

জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিরোধী দল ইস্যু খুঁজতে পারে৷ কিন্তু প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ বিএনপি যখন ক্ষতায় ছিল, তখন অনেক অভিযোগ উঠলেও তারা ব্যবস্থা নেয়ার মতো সৎ সাহস দেখায়নি৷

অন্যদিকে, রেলমন্ত্রীর পদত্যাগের পর এখনো রেলমন্ত্রী হিসেব নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি৷ তবে আজ-কালের মধ্যেই নতুন রেলমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য