1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীর্ষ প্রার্থীকে নির্বাচনি প্রচারণা থেকে দূরে সরালো এএফডি

২৩ মে ২০২৪

আগামী মাসে অনুষ্ঠেয় ইউরোপীয় সংসদের নির্বাচনে জার্মানির অভিবাসনবিরোধী ও চরম ডানপন্থি দল এএফডির শীর্ষ প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রাহ৷ নির্বাচনের আগে তাকে আর প্রচারণা চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফডি৷

https://p.dw.com/p/4gC0E
মাক্সিমিলিয়ান ক্রাহ
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এএফডি-এর প্রধান প্রার্থী মাক্সিমিলিয়ান ক্রাহ একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

রাশিয়া ও চীনের সঙ্গে সন্দেহজনক সম্পর্ক রাখার অভিযোগে ক্রাহর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নাৎসি আমলের এসএস বাহিনীর সবাই ‘অপরাধী' ছিলেন না৷ হিটলারের সময় এসএস একটি আধাসামরিক বাহিনী ছিল৷ ৬০ লাখের বেশি ইহুদি হত্যায় এই বাহিনীর অন্যতম ভূমিকা ছিল৷

সপ্তাহান্তে ইটালির সংবাদপত্র লা রিপাবলিকাতে দেওয়া সাক্ষাৎকারে এসএস নিয়ে ঐ মন্তব্য করেছিলেন ক্রাহ৷ তার এই বক্তব্যের পর জার্মানি ও ফ্রান্সের চরম ডানপন্থি দলের মধ্যে বিভাজন দেখা দেয় বলে জানিয়েছে ফ্রান্সের প্রচারমাধ্যম ফ্রান্স ইনফো৷ ফ্রান্সের চরম ডানপন্থি দলের নেতা মারিন ল্য পেন বলেছেন, আগামী মাসের ইইউ নির্বাচনের পর তার দল ন্যাশনাল ব়্যালি জার্মানির এএফডির সঙ্গে একই সংসদীয় গ্রুপে বসবে না৷

ক্রাহর বক্তব্যের এমন প্রতিক্রিয়ার পর এএফডির শীর্ষ নেতারা বুধবার আলোচনায় বসেছিলেন৷ বৈঠক শেষে ক্রাহ জার্মানির ভেল্ট সংবাদপত্রকে ইইউ নির্বাচনে ভোটগ্রহণের আগে আর প্রচারণা না চালানোর ও দলের কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান৷

এরপর এএফডির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়৷ এতে বলা হয়, ক্রাহর বিতর্কিত মন্তব্যের কারণে ‘চলমান নির্বাচনি প্রচারণার মধ্যে দলের অনেক ক্ষতি হয়েছে'৷

ক্রাহ অবিলম্বে দলের কেন্দ্রীয় কমিটি থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়৷

সাম্প্রতিক সময়ে এএফডির বিরুদ্ধে টানা বিক্ষোভ হয়েছে৷ বিদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকদের জার্মানি থেকে বের করে দেওয়া সংক্রান্ত বৈঠকে এএফডির কয়েকজন শীর্ষ নেতার অংশ নেওয়ার খবর প্রকাশের পর এই বিক্ষোভ হয়৷

জরিপ বলছে, আসন্ন ইইউ নির্বাচনে ডানপন্থি দলগুলো রেকর্ড ভোট পাবে৷ অভিবাসন ও উচ্চ মূল্যস্ফীতিসহ নানা ইস্যুতে মূলধারার দলগুলোর প্রতি ভোটারদের ক্ষোভ এর কারণ বলে বিশ্লেষকরা বলছেন৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান