1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফুটবল মানেই বায়ার্ন

৩০ জানুয়ারি ২০১২

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় জমে উঠেছে মর্যাদার লড়াই৷ সপ্তাহান্তের সবগুলো খেলা শেষে ফল দাঁড়িয়েছে শীর্ষ তিন দলের সমান পয়েন্ট৷ আর এক পয়েন্ট কম পেয়ে চতুর্থ স্থানে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখ৷

https://p.dw.com/p/13szJ
বায়ার্ন মিউনিখ শনিবার ভল্ফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেছবি: dapd

রবিবার স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষ ত্রয়ীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখ৷ তাদের পয়েন্ট ৩৯ এবং ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ ত্রয়ী বায়ার্ন মিউনিখ, বোরুসিয়া ডর্টমুন্ড এবং শালকে৷ অথচ পঞ্চম স্থানে থাকা ভ্যার্ডা ব্রেমেনের সাথে চতুর্থ ম্যোয়েনশেনগ্লাডবাখের ব্যবধান আট পয়েন্টের৷

গত ১৭ বছরের মধ্যে স্টুটগার্টের মাঠে ম্যোয়েনশেনগ্লাডবাখের এটিই প্রথম জয়৷ এছাড়া মাত্র গত মৌসুমেই স্টুটগার্টের কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে শোচনীয়ভাবে হেরেছিল সফরকারীরা৷ ফলে রবিবারের জয় অভাবনীয় আনন্দের ঢল বয়ে এনেছে খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তদের শিবিরে৷ ৩১ মিনিটে মাইক হাঙ্কের হেড দিয়ে গোলের সূচনা৷

এরপর ৮১ মিনিটে মার্কো রইস এবং তিন মিনিট পরেই গোল করেন ইগোর ডে কামারগো৷ সরাসরি একটি গোল করলেও রবিবারের তিনটি গোলের পেছনেই ছিল রয়েস'এর কৃতিত্ব৷ কারণ রয়েস'এর দেওয়া বলে হেড করে প্রথম গোলটি করেন হাঙ্কে৷ আর ডে কামারগো'র গোলটিতেও ছিল রয়েসে'এর ছোঁয়া৷ ফলে রবিবারের নায়ক হিসেবে বেশ সাধুবাদ পেয়েছেন রইস৷

Fußball 1. Bundesliga Saison 2011 2012 19. Spieltag FC Bayern München gegen VfL Wolfsburg Allianz Arena München
গোল করে বায়ার্ন’এর খেলোয়াড়দের উল্লাসছবি: dapd

অন্যদিকে, স্বাগতিক স্টুটগার্টের জন্য এটি ছিল টানা ষষ্ঠ হার৷ ফলে পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে দশের ঘরে৷ এখন পর্যন্ত তাদের সংগ্রহ ২২ পয়েন্ট৷ আর রবিবার মাইন্সের কাছে ৩-১ গোলে হেরে তালিকার একেবারে নিচে স্থান হয়েছে ফ্রাইবুর্গের৷

এদিকে, বায়ার্ন মিউনিখ শনিবার ভল্ফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে৷ ডর্টমুন্ড ও শালকের সাথে পয়েন্টের কোন পার্থক্য না থাকলেও গোলের সংখ্যায় এগিয়ে রয়েছে বায়ার্ন৷ একইদিন হফেনহাইমকে ৩-১ গোলে হারিয়েছে বোরুসিয়া ডর্টমুন্ড এবং কোলনকে ৪-১ গোলে হারিয়েছে শালকে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য