1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় শনিবার মুখোমুখি হচ্ছে বায়ার্ন-ভুল্ফসবুর্গ

২৭ জানুয়ারি ২০১২

শীর্ষে থেকে বছর শেষ করা আর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া - এই দুই কারণে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা৷

https://p.dw.com/p/13rfb
মোয়েনশেন গ্লাডবাখের বিরুদ্ধে ম্যাচে হার মানতে হল বায়ার্নকেছবি: dapd

তাই বড়দিন আর নতুন বছরের বিরতি শেষে শুরু হওয়া বুন্ডেসলিগায় খেলতে নেমেই ৩-১ এর বিশাল ব্যবধানে হার মেনে নিতে হয়েছে বায়ার্নকে৷ ফলে আর এককভাবে শীর্ষে নেই জার্মানির সবচেয়ে জনপ্রিয় এই ক্লাবটি৷ সঙ্গে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুণ্ড আর শালকে৷ তাদের মধ্যে ব্যবধান শুধুমাত্র গোলে৷

বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস বলছেন, খেলোয়াড়দের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই গত সপ্তাহে মোয়েনশেন গ্লাডবাখের কাছে হারতে হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমার খেলোয়াড়দের দক্ষতা অন্যদের চেয়ে ভাল৷ কিন্তু বর্তমানে এটা আর জয়ের একমাত্র কারণ হতে পারে না৷''

শনিবার বায়ার্নের খেলা ২০০৯ সালের লিগ চ্যাম্পিয়ন ভোল্ফসবুর্গের সঙ্গে৷ নিজেদের মাঠের এই খেলায় দলে ফিরছেন ফ্রাঙ্ক রিবেরি৷ বড়দিনের আগে কোলনের সঙ্গে খেলায় লাল কার্ড পেয়েছিলেন তিনি৷

FC Bayern München Fußball Delhi
ক’দিন আগেই দিল্লিতে খেলেছে বায়ার্নছবি: DW

রিবেরি ফেরায় খুশি বায়ার্নের উপ-অধিনায়ক বাস্টিয়ান শোয়াইস্টাইগার৷ কারণ রিবেরিকে তিনি বিশ্বের প্রথম পাঁচ সেরা খেলোয়াড়ের একজন মনে করেন৷

বায়ার্ন ছাড়াও শনিবার মাঠে নামছে লিগ টেবিলে তাদের সঙ্গী ডর্টমুণ্ড আর শালকে৷ এর মধ্যে ডর্টমুণ্ড নিজেদের মাঠে স্বাগত জানাবে হফেনহাইমকে৷ শেষ খেলায় হামবুর্গকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ডর্টমুণ্ড৷

শালকে খেলতে যাবে কোলনে৷

এদিকে বায়ার্নকে হারানো গ্লাডবাখ রয়েছে চতুর্থ স্থানে৷ তবে প্রথম তিন দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র এক৷ রবিবার তাদের খেলা স্টুটগার্টের সঙ্গে৷

প্রথম চার দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক - এমন অবস্থা বুন্ডেসলিগায় সবশেষ হয়েছিল প্রায় ২০ বছর আগে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য