1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিষ' খেলেন তিনি

২৯ নভেম্বর ২০১৭

সাবেক বসনিয়ান ক্রোয়াট সামরিক নেতা স্লোবোদান প্রালজাককে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ বুধবার আপিলে সেই রায় বজায় থাকার কথা শুনে ‘বিষ' পান করেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মারা যান তিনি৷

https://p.dw.com/p/2oTI1
Niederlande Slobodan Praljak trinkt Gift im Gerichtssaal in Den Haag
ছবি: Reuters/ICTY

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর দ্য ফর্মার ইয়োগোশ্লাভিয়া' বা আইসিটিওয়াই-এর বিচারকরা এই রায় ঘোষণা করেন৷ রায় শুনে ৭২ বছর বয়সি প্রালজাক চিৎকার করে বলেন, ‘‘প্রালজাক অপরাধী নয়৷ আমি রায় প্রত্যাখ্যান করলাম৷'' এরপরই তাকে ছোট এক বাদামি রঙের বোতল থেকে কিছু একটা চুমুক দিতে দেখা যায়৷ এই সময় ভিডিও ক্যামেরা চালু ছিল৷ প্রালজাকের আইনজীবী আদালতকে জানান, ‘‘আমার ক্লায়েন্ট বলছেন, তিনি বিষ খেয়েছেন৷''

সঙ্গে সঙ্গে আদালতের কর্মীরা প্রালজাককে ধরে ফেলেন৷ আর বিচারক কার্মেল এজিউস বিচার প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন৷ এরপরই আদালত কক্ষের পর্দা নামিয়ে দেয়া হয় ও অ্যাম্বুলেন্স ডাকা হয়৷ তবে শেষ পর্যন্ত মারা যান তিনি৷

প্রালজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ১৯৯৩ সালে বসনিয়া যুদ্ধের সময় ষোড়শ শতকে নির্মিত মস্টার নামের একটি সেতু ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন৷ আদালত বলছে, এর ফলে ‘মুসলমান জনগণের ক্ষতি হয়েছে'৷ যুদ্ধে বসনিয়ার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে, ধ্বংস হওয়া এই সেতু সেই সময় তার অন্যতম প্রতীক হয়ে উঠেছিল৷ পরে ২০০৪ সালে সেতুটি পুনঃসংস্কার করা হয়৷

Bosnien und Herzegowina Mostar Zerstörung vorher/nachher
প্রালজাকের বিরুদ্ধে অভিযোগ, বসনিয়া যুদ্ধের সময় তিনি ষোড়শ শতকে নির্মিত এই সেতুটি ধ্বংসের নির্দেশ দিয়েছিলেনছবি: Reuters/D. Ruvic

বসনিয়া যুদ্ধ চলাকালীন ১৯৯৩ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বসনিয়ান ক্রোয়াট বাহিনীর কমান্ডার ছিলেন প্রালজাক৷

প্রালজাক ছাড়াও বুধবার আরেক বসনিয়ান ক্রোয়াট নেতা জাদ্রাঙ্কো পারলিচের বিরুদ্ধে দেয়া ২৫ বছরের রায় বহাল রেখেছে আইসিটিওয়াই৷

এর আগে গত বুধবার সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাটকো ম্লাদিচের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল আইসিটিওয়াই৷ প্রায় আট হাজার মুসলিম হত্যায় দণ্ডিত করা হয় তাকে৷

বুধবারের রায় ২৪ বছর আগে জাতিসংঘের উদ্যোগে গঠিত যুদ্ধাপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল আইসিটিওয়াই-এর দেয়া শেষ রায় হওয়ার কথা ছিল৷ কারণ চলতি বছরই এর কার্যক্রম শেষ হচ্ছে৷ গত ২৪ বছরে মোট ১৬১ জনকে অভিযুক্ত করেছে আইসিটিওয়াই৷ এর মধ্যে কসভো, বসনিয়া ও ক্রোয়েশিয়াসহ সাবেক যুগোশ্লাভিয়ায় যুদ্ধাপরাধের দায়ে ৯০ জনকে অভিযুক্ত করা হয়৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)