1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী দ্রৌপদী মুর্মু

২১ জুলাই ২০২২

ভারত এই প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি পাচ্ছে। দ্রৌপদী মুর্মু বিপুল ভোটে হারালেন যশবন্ত সিনহাকে।

https://p.dw.com/p/4EUET
ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু।
ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ছবি: Manish Swarup/dpa/AP/picture alliance

রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জিতলেন দ্রৌপদী মুর্মু। বিরোধী শিবির থেকে অন্তত দুই শতাংশ ভোট ভাঙিয়ে নিলো বিজেপি। দ্রৌপদী মুর্মু ৬৪ দশমিক শূন্য তিন শতাংশ পেয়েছেন। তার পাওয়া ভোটের মূল্য ছয় লাখ ৭০ হাজার। আর যশবন্ত সিনহা পেয়েছেন প্রায় ৩৬ শতাংশ ভোট। তার পাওয়া ভোটের মূল্য তিন লাখ ৮০ হাজার। যশবন্ত সিনহা মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি যেন রাষ্ট্রপতি হিসাবে জমি ও জঙ্গল সুরক্ষিত করে আদিবাসীদের অধিকার রক্ষা করেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মন্ত্রিসভার সদস্যরা, বিজেপি সভাপতি জে পি নাড্ডা তিন মূর্তি মার্গে গিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে এসেছেন। মোদী টুইট করে বলেছেন, ''ভারতে ইতিহাস তৈরি হলো। ১৩০ কোটি মানুষ যখন স্বাধীনতার অমৃত মহোৎসব(৭৫ বছর) পালন করছে, তখন পূর্ব ভারতের এক আদিবাসী মেয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই জয়ের জন্য তাকে অভিনন্দন।''

একের পর এক টুইট করেছেন মোদী। তিনি বলেছেন,  ''দ্রৌপদী মুর্মুজির জীবন, সংগ্রাম ও সাফল্য সব ভারতীয়কে অনুপ্রাণিত করে। তিনি দেশের নাগরিকদের কাছে, বিশেষ করে গরিব, পিছিয়ে পড়া মানুষদের কাছে আশার আলো।'''

দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হবেন, তিনি প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি হবেন, তিনি সবচেয়ে কমবয়সি রাষ্ট্রপতি হবেন, তিনি ওড়িশার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে রাষ্ট্রপতি হবেন।

বিজেপি বৃহস্পতিবার রাতেই নয়াদিল্লিতে রোড শো করেছে। বিভিন্ন রাজ্যে বিজয়োৎসব শুরু হয়েছে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার সহ সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতারা মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন।  তবে রাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীদের ধাক্কা দিয়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যে বিরোধী শিবির থেকে তারা দুই শতাংশের বেশি ভোট ভাঙিয়ে এনেছে। 

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)