1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবার্ট মুগাবে মারা গেছেন

৬ সেপ্টেম্বর ২০১৯

জিম্বাবোয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন৷ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার সকালে ৯৫ বছর বয়সে মারা যান তিনি৷

https://p.dw.com/p/3PADa
World News - July 29, 2018
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/M. Baloyi

তার মৃত্যুর খবর জানিয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়া এক টুইটে বলেন, "গভীর শোকের সঙ্গে জিম্বাবোয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের মৃত্যুসংবাদ আমাকে জানাতে হচ্ছে৷

"মুগাবে ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক, প্যান-আফ্রিকা মতবাদের একজন সমর্থক, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন জনগণের মুক্তি আর ক্ষমতায়নের জন্য৷''

২০১৭ সালের নভেম্বরে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করা হয় মুগাবেকে৷ ১৯৮০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে টানা ৩৭ বছর জিম্বাবোয়ের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন তিনি৷

মুগাবে ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী এবং ১৯৮৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন৷ শারীরিক অসুস্থতা নিয়ে এ বছরের এপ্রিলে সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷

১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেশিয়ায় জন্ম নেওয়া মুগাবে ১৯৬৪ সালে রোডেশিয়া সরকারের সমালোচনা করে বিচার বহির্ভূতভাবে এক দশকেরও বেশি সময় কারাগারে আটক ছিলেন৷ ১৯৭৩ সালে কারাগারে থাকতেই তিনি জিম্বাবোয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ জানুর প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি৷

এসআই/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য