1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে চার জনের হাম, জার্মানিতে বিপদে নয় হাজার আফগান

১৩ সেপ্টেম্বর ২০২১

হাম ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় নয় হাজার আফগানকে জার্মানির সেনা ঘাঁটিতে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র৷ আরো ৫৭ জন আফগান বিমানে উঠতে গিয়ে বাধা পেয়েছেন৷ ব্রিটেনের অভিযোগ- তাদের কাছে দরকারি কাগজপত্র নেই৷

https://p.dw.com/p/40FE4
Ramstein, Deutschland | Lager für Geflüchtete aus Afghanistan auf US Stützpunkt
ছবি: Olivier Douliery/AFP/Getty Images

গত ২০ বছর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করেছেন তারা৷ তালেবান আফগানিস্তানের দখল নেয়ায় নিজের দেশে তাদের জীবন এখন বিপন্ন৷ নিরাপদ জীবনের আশায় কাবুল থেকে বিমানে উঠেছিলেন তারা৷ কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হলেও ৯০০০ আফগান এখন জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে৷

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া চারজনের দেহে হাম পাওয়া গেছে৷ ইতিমধ্যে কোয়ারান্টিনে রাখা হয়েছে তাদের৷ অন্য আফগানদের মাধ্যমেও যাতে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সবাইকে হামের টিকাও দেয়াতে চায় কর্তৃপক্ষ৷ তাই রামস্টাইন বিমান ঘাঁটিতে ৯০০০ আফগানকে আপাতত রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল৷

জেন পিসাকি আরো জানান, এমনিতে ওই নয় হাজার আফগানের সর্বোচ্চ ১০ দিন রামস্টাইন বিমান ঘাঁটিতে থাকার কথা, তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল চাইছে, প্রত্যেকে জার্মানি থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা নেয়া সেরেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক৷

ফ্রাঙ্কফুর্টে আরো ৫৭ জন

জার্মানির ভেল্ট আম জনটাগের খবর অনুযায়ী, ফ্রাঙ্কফুর্টে বিমানে ওঠার আগে বাধা পেয়েছেন তালেবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়া ৫৭ জন আফগান৷ উজবেকিস্তান হয়ে জার্মানিতে এসেছেন তারা ব্রিটেনে যাওয়ার আশায়৷ কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিমানে উঠতে দেয়া যাবে না৷

জার্মানির হেসে রাজ্যের সামাজিক সম্পর্ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মানবিক কারণে ওই ৫৭ জন আফগানকে আপাতত ফ্রাঙ্কফুর্টের কাছের গিসেন শহরে নিয়ে রাখা হয়েছে৷

এসিবি/ কেএম (এপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য